অশ্রুভেজা আনন্দ
আচ্ছা বলতো তোমাদের দেশের মানুষ পালাক্রমে দুই দলকে ক্ষমতায় বসায় কেন ? মানুষ ভাবে দেশ চালনা - ক্রিকেট খেলা। তাই দুই দলই এক ইনিংস করে খেলবে এটাই তো স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা বোঝে ? মনে তো হয় না। অন্তত তারা মনেই করে না যে ফিল্ডিং করাও খেলার একটা অংশ। এটাকে এরা ব্যাট সর্বস্ব খেলা বলেই ধরে নেয়। মানে অন্য দল ওয়াক ওভার দেয় ? ঠিক তাও নয়। এরা বাজে হিট করা বল ধরার চেয়ে ব্যাটারদের পা ধরে টানতে ভালবাসে। হা-ডু-ডু খেলে অভ্যস্ত কি না! তাই কি এখন কাউকে মাঠে দেথছি না? কারণটা অবশ্য ভিন্ন। ব্যাটাররা এত জোরে ছক্কা মেরেছে যে বল মাঠ পেরিয়ে বনবাদাড়ে হারিয়ে গেছে। ফিল্ডিং পার্টি ওই বলই খুঁজে বেড়াচ্ছে হন্যে হয়ে। আর জনগন ? জনগন আবার কি ? তারা তো দর্শক। পয়সা দিয়ে টিকেট কেটে খেলা দেখে। জিন্দাবাদ মুর্দাবাদ দেয়। গরীব জনতার তো রিক্রিয়েশনের জায়গা নেই , তাই অল্প পয়সায় রাজনৈতিক দলগুলোর আয়োজিত প্রহসন দেখে। আনন্দ বলে কথা! হ্যাঁ , অশ্রুভেজা আনন্দ! দুবনা, ২৮ জুন ২০১৮ ছবিঃ ক্রিস্টিনার ছোটবেলায় আঁকা