Posts

Showing posts from May, 2019

উলিৎসা মিকলুখো মাকলায়া

Image
১৯৯৪ সালের মে মাসে দুবনায় জয়েন করার পরই আমি মিখলুখো মাকলায়ার ২ নম্বর ব্লকের ৫১ ০ নম্বর ঘর ছেড়ে দিই । বিগত ২৫ বছরে ওদিকটায় তেমন আর যাওয়া হয়ে ওঠেনি । যতদূর মনে পড়ে গত ২১ মে ২০১৯ প্রথম বারের মত একদিনে দুই দুইবার   ওদিকটায় যাই । সকালে গেছিলাম মেডিক্যাল চেক আপ করাতে । ও খান থেকে দনস্কায়া যাওয়ার কথা ছিল, কিন্তু প্ল্যানটা শেষ পর্যন্ত ক্যান্সেল করে দিই । ভেবে ছিলাম বাসায় ফিরে যত তাড়াতাড়ি সম্ভব দুবনা ফিরে যাব । বাসায় ফিরে মনে হল, বাচ্চাদের জন্য কিছু একটা রান্না করি । এসব করতে করতে কেটে গেল বেশ খানিকটা সময় । বিকেল সাড়ে ছয়টায় গাড়ির বুকিং দিয়ে বসে রইলাম । সেভাকে বলাই ছিল পাঁচটা কুড়িতে বেরুবো, ও যেন রেডি হয়ে নেয় । চারটের দিকে ক্রিস্টিনা এলো কাজ থেকে ।      - পাপ, পাঁচটায় আমরা পাসপোর্ট অফিসে যাব । - তুই সিওর যাবি? আমার গাড়ি সাড়ে ছয়টায় । ভেবে বল । তাহলে আমি বুকিং ক্যান্সেল করছি । - হ্যাঁ, যাব । তুমি ক্যান্সেল কর । ক্রিস্টিনার পাসপোর্ট বদলানর দরকার ছিল গত বছর ৯ ডিসেম্বর, যখন ওর ২০ বছর পূর্ণ হয় । কিন্তু আজ যাই কাল যাই করতে করতে দেরি   হয়ে গেছে...