জনতার ঐক্য
কয়েক দিন আগে ফেসবুকে দেখলাম অনেকেই বাংলাদেশের রাষ্ট্রপতির ভাষণ শেয়ার করছে। সময়াভাবে তখন সেটা পড়া বা দেখা হয়নি, পরে আর পাইনি। তবে সেটার মূল কথা হল দেশে পরিবহন শ্রমিকদের মধ্যে একতা আছে, ব্যবসায়ীদের মধ্যে একতা আছে, শুধু জনগণের মধ্যে কোন একতা নেই। আমাদের রাষ্ট্রপতি মাঝে মাঝেই এমন অপ্রিয় সত্য কথা বলে ফেলেন। কিন্তু এটা শুধু নতুন প্রশ্নেরই জন্ম দেয়। আমার জানতে ইচ্ছে করে কেন আজ জনতা ঐক্যবদ্ধ নয় অথবা আমাদের দেশে আদৌ কি জনগণ আছে? জনতা, জনগণ খুবই বিমূর্ত আইডিয়া, রাস্তায় বা প্রতিবাদ মিছিলে যে জনতা বাড়িতে ফিরে সেই শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, পিতা বা সন্তান। তাই যদি হয় তাহলে কি এমন ঘটলো যে এই শ্রমিক বা কৃষক বা ব্যবসায়ী জনগণের অংশ হয়েও জনগণের সাথে রইলো না, হঠাৎ করে তারা কিভাবে জনতার বিরুদ্ধে চলে গেল? আসলে জনগণের ঐক্য কি সব সময়ই দেখা যায়? এই যারা কিছুক্ষন আগেই একসাথে মিছিল করল কোন এক ইস্যুতে, বাড়িতে ফিরে দেখা গেল তারাই অন্য ইস্যুতে একে অন্যের মাথা ভাংতে পিছ পা হচ্ছে না। আসলে একক মানুষগুলো সমষ্টি হয়ে ওঠে, জনতা হয়ে ওঠে কোন বিশেষ মুহূর্তে। দেশ, গোষ্ঠী বা জাতির কোন বৃহত্তর স্বার্থ আদায় কর...