মূর্তি বিহীন ভাবমূর্তি
দেশে এখন একটা বিতর্ক চলছে - মূর্তি আর ভাস্কর্য নিয়ে। বলা হচ্ছে ভাস্কর্য যখন পূজা করা হয় তখন সেটা মূর্তি বা প্রতিমায় পরিণত হয়। যেহেতু ইসলাম পৌত্তলিকতায় বিশ্বাস করে না তাই মূর্তি পূজা ইসলামের পরিপন্থী। কিন্তু প্রশ্নটা হচ্ছে যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের জন্য মূর্তি পূজা নিষিদ্ধ হলেও অন্য অনেক ধর্মের লোকদের জন্য সেটা সত্য নয়। একজন ডায়াবেটিকসের রুগীর জন্য মিষ্টি খাওয়া নিষিদ্ধ, তাই বলে তো পরিবারের সবাইকে মিষ্টি থেকে বঞ্চিত করা তো ঠিক হবে না। হতেও তো পারে পরিবারের অন্য কারও জন্য মিষ্টি না খাওয়াটাই ক্ষতিকর। তাই মূর্তি আর ভাস্কর্যের বিতর্কটাই বিতর্কিত। দেশে ধর্মনিরপেক্ষতা আছে কি নেই সে নিয়ে প্রশ্ন উঠতেই পারে, তবে দেশের সরকার থেকে শুরু করে অনেকেই বলেন আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অনেকে আরেকটু এগিয়ে বলেন আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষতা - এটা ধর্মহীনতা নয়। নিরপেক্ষতা মানে কারও প্রতি পক্ষপাতিত্ব না করা। ধর্মনিরপেক্ষতা মানে কোন ধর্মকে প্রাধান্য না দিয়ে সমস্ত ধর্মের লোকেরা যাতে সুষ্ঠুভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেই অধিকার নিশ্চিত করা। তাই যখনই মূর্তি আর ভাস্কর্য এক কিনা...