বাংলাদেশের উন্নয়ন ও একুশ
আজ বাংলাদেশ প্রবাসী পরিষদ , রাশিয়ার পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি। আমাদের ছোটবেলায় বলতাম শহীদ দিবস বা শোক দিবস। এই শোক একদিন শক্তিতে পরিণত হয় আর সেই শক্তি আমাদের বাঙালি জাতীয়তাবাদের মন্ত্রে উদ্বুদ্ধ করে যার হাত ধরে আসে স্বাধীনতা। আজ এই দিনটি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আজ সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এতে জাতি হিসেবে আমাদের মর্যাদা যেমন বেড়েছে , তেমনি বেড়েছে দায়িত্ব। বিশ্বের যেখানেই মাতৃভাষার উপর খড়গ নেমে আসে সেখানেই যেন আমাদের প্রতিবাদী কণ্ঠ গর্জে ওঠে। বাহান্নর একুশে আমাদের যাত্রা শুরু। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ আমরা এখানে এসেছি। অনেক ব্যর্থতার মধ্যে গর্ব করার মত অনেক কিছুই আছে। দেশ আজ তলাবিহীন ঝুড়ি নয় , বরং অর্থনৈতিক ভাবে অগ্রসর। এর মূলে কারা ? এ দেশের শ্রমিক , কৃষক , বিদেশে কর্মরত সাধারণ মানুষ আর গার্মেন্টসের নারী কর্মী। আমাদের গর্বের বিষয় কী ? পদ্মা সেতু , যা টেকনোলোজির উপর ভিত্তি করে দাঁড়িয়ে। আজ আমরা ...