মানুষ

আন্দ্রে জিদ লা সিম্ফোনিয়া উপন্যাসে লিখেছেন নিয়ম নীতির দিক থেকে প্রকৃতি ঈশ্বরের চেয়েও মহান। বর্তমানে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি দেখে সেটাই আবার মনে হল। বিজ্ঞান, বিশেষ করে তত্ত্বীয় পদার্থবিজ্ঞান প্রকৃতিকে, প্রকৃতির গতি, বিবর্তন এসব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে তাতে নিয়মানুবর্তিতা খোঁজে। আর সেটা করতে গিয়ে সে কখনও অতীতের অবদানকে অস্বীকার করে না। তাই তো কী নিউটন, কী আইনস্টাইন - অকপটে বলেন আমরা অনেক দূর দেখি, কারণ আমরা দৈত্যদের কাঁধে বসে আছি। কোয়ান্টাম ফিজিক্স তার সত্যতা যাচাই করে ক্ল্যাসিকে ফিরে গিয়ে, ঠিক যেমনটা করে রিলেটিভিটি। আমরা কী দেখতে পাই যখন রাজনীতি, ধর্ম এসবের দিকে তাকাই? আমরা দেখি এক ধর্ম আরেক ধর্মকে অস্বীকার করছে, এক সমাজ ব্যবস্থা অন্য সমাজ ব্যবস্থাকে অস্বীকার করছে। মহাবিশ্ব প্রায় ১৪০০ কোটি বছরের পুরনো। পদার্থবিদ্যা শুধু তার রহস্য উদ্ঘাটন করতে পারে, সেই শিক্ষাকে কাজে লাগাতে পারে, কাজে লাগিয়ে প্রকৃতিকে মানব সমাজের কাজে লাগাতে পারে। মানুষের ইতিহাসও নতুন নয়। ধর্ম বা রাজনীতির তুলনায় তার বয়স অনেক। আর উৎপত্তির প্রথম দিন থেকেই মানুষ বিভিন্ন কিছু শিখছে, শিখেছে - য...