যদি আমি ভোট দিতাম
আর মাত্র ৩ দিন পরে SAAB এর নির্বাচন - প্রার্থীদের অনেককেই চিনি জানি ব্যক্তিগত ভাবে, তাছাড়া সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ায় পড়াশুনা করেছেন বলে অনেককে না চিনলেও সবাই কেমন যেন আপন হয়ে গেছেন। তাই ভোট দেয়াটা একটা বিরাট ঝামেলার ব্যাপার। কাউকে অখুশি করতে চাইনা, আবার সবাইকে খুশিও করা যাচ্ছে না বলে নিজের কাছেই কেমন যেন সংকোচ বোধ হচ্ছে। তার পরেও কাউকে তো বেছে নিতেই হবে। এরই মধ্যে বেশ কিছু লোক, যাদের নির্দ্বিধায় ভোট দিতে পারতাম, প্রতিদ্বন্দিতা থেকে সরে দাড়িয়েছেন। দুএক জন নির্বাচিত হলে কি করবেন, মানে তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। এখানে দু একটা আপত্তিকর নির্বচনী প্রচারনাও দেখেছি যা কষ্ট দিয়েছে। আসলে নির্বাচন মানেই মনে হয় নোংরামি - যা দেখে হতাশ না হয়ে পারিনি। তার পরেও দেশে থাকলে আর ভোটের অধিকার থাকলে তো ভোটটা দিতেই হত - তাই এত কথা। আজ কাল আমি কাউকে কথা দেইনা - কথা দেই নিজেকে, মানে যদি কাউকে বলি এই কাজটা করব, ঠিক সেটা করি। অন্যকে ঠকানো যায়, তবে নিজেকে ঠকানো কঠিন। ভোটের ব্যাপারটাও আমার জন্য তাই। কাউকে ভোট দিলে আমি আসলে নিজেকেই ভোট দেই, কারণ ওই লোকের উপর নিজের আশা-আকাঙ্খা আর স্বপ্...