১৭ই মার্চ
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবের
জন্মদিন| দেশে আজ পাড়ায় পাড়ায় তার জন্মদিন পালন করা হবে – শত শত মানুষ তার নামে
শপথ নিয়ে দেশ গড়ার স্বপ্নের কথা বলবে – বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ| এই
মুজিব সৈনিকদের মধ্যে যারা খুব বেশি রোমান্টিক – তারা এখনো শুধু সোনার বাংলার
স্বপনই দেখে না, একদিন যে তা বাস্তবায়িত হবে – তাতে তাদের অটুট বিশ্বাস| আরো কিছু
বক্তা, যাদের বিশ্বাস তেমন পোক্ত নয়, বলতে বলতে এক সময় ক্ষনিকের জন্য হলেও বিশ্বাস
করবে নিজের কথা গুলো| তবে বক্তাদের এক বিরাট অংশ যারা চেষ্টা করবে বঙ্গবন্ধুর
প্রতি, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি তাদের বিশ্বাস যে সত্যিই গভীর তা উপস্থিত জনতাকে বিশ্বাস করাতে| এরা
আসলে বঙ্গবন্ধুর আদর্শে যত না বিশ্বাসী, তার চেয়ে বেশি বিশ্বাসী বঙ্গবন্ধুর নামকে
কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করতে| জন্মদিনের এই বিশাল আয়োজনে এই সব ভুয়া
দেশ ও বঙ্গবন্ধু প্রেমিকরা যাতে বঙ্গবন্ধুর স্বপ্নগুলোকে কুক্ষিগত না করে সে
ব্যাপারে সজাগ থাকা দরকার| বঙ্গবন্ধুর জীবন ছিলো বাঙ্গালী জাতির জন্য ত্যাগের
ইতিহাস – কতবার দেশের জন্য জেলে গেছেন, কতবার মন্ত্রিত্বের হাতছানি কাটিয়ে লড়ে
গেছেন সাধারণ মানুষের মুক্তির জন্য| যে নেতা পাকিস্তানের জন্যে, ভারতের মুসলিমদের
জন্যে লড়াই করে, পাকিস্তানের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করে পরবর্তীতে দ্বিধা করেন
নি ধর্মীয় দ্বিজাতিতত্ত্ব ত্যাগ করতে, ধর্মনিরপেক্ষ ও শোষনমুক্ত দেশ গড়ার
অঙ্গীকার নিয়ে সোনার বাংলা গড়ার কাজে নিজেকে উত্সর্গ করতে, আজ সেই নেতার নিজ হাতে
গড়া রাজনৈতিক দলের অনেক কর্মকান্ডই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রধান বাধা|
তাই শুধু বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বললেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে
প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে, শিখতে হবে তার মতো ত্যাগ করতে| মাত্র চার বছর পর
জাতি বঙ্গবন্ধুর শতবর্ষ পালন করবে, এখনই সময় নিজেকে পরিবর্তন করার, দলকে ঢেলে
সাজানোর| বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম – তার এই আসনের
মর্যাদা আমরাই ধরে রাখতে পারি আমাদের কাজের মধ্য দিয়ে| জানিনা, দেশে কিভাবে এদিনটি
পালিত হয়| আমাদের সোভিয়েত জীবনে লেনিনের জন্মদিনে আমরা লেনিন সুব্বতনিক করতাম, ওই
দিন দলে দলে লোকজন বিনে পয়সায় রাস্তাঘাট পরিস্কার করতো| আমাদের বাংলাদেশের
বাস্তবতায় এরকম একটা কর্মসূচী খুবই ইতিবাচক হতে পারতো বলে আমার ধারণা – কিছু না
হলেও একদল লোককে বিনে পয়সায় কিছু সামাজিক কাজকর্ম করতে শেখাতো|
Comments
Post a Comment