গ্রুপ বিভ্রাট
বেশ কিছুদিন ধরেই আমাদের বিভিন্ন গ্রুপ নিয়ে নানা কথাবার্তা চলছে। একটা ভাইবার গ্রুপ থেকে অনেকগুল ক্লোনের জন্ম – এই সব আর কী। ফেসবুকেও দেখি গ্রুপের ছড়াছড়ি। এক গনমৈত্রী বিশ্ববিদ্যালয়কে নিয়েই যে কত গ্রুপ , সোভিয়েত ইউনিয়নের কথা নাই বা বললাম। মনে পড়ে , ১৯৯৪ সালে যখন দুবনা যাই চাকরি নিয়ে আর ইন্টারনেটের ইন্দ্রজালে ধরা পরি , কত যে চেষ্টা করেছি ও খানে বন্ধুদের খুঁজে পেতে। তার পর এল ফেসবুক , অদনাক্লাসনিকি আর ভকন্টাক্টের যুগ । এর আগে অবশ্য ছিল বিভিন্ন ফটো রিসোর্চ। এটা সামাজিক মাধ্যমের আগের যুগ। বিভিন্ন জায়গায় ছবি আপলোড করতাম ফিডব্যাকের জন্য , কিন্তু প্রায়ই উত্তরে “ পেতাম ইস্রাইল থেকে শুভেচ্ছা” বা “ পিটার থেকে শুভেচ্ছা “ এসব। তখন সামাজিক মাধ্যাম না থাকায় ছবির মাধ্যমে লোকজন যোগাযোগ রাখতো। ছবিটা ছিল নিমিত্ত মাত্র। আমিতো এখনও পেটে কোন কথা পাকালে (কূটবুদ্ধি তো পেটেই পাকায়) তা ডাস্টবিনে যাবার আগেই ফেসবুক বা অন্য কোথাও আপলোড দেই , সাথে পুরানো দিনের অভ্যেসবশে ছবি। কেউ কেউ ( যেমন...