ছেলেধরা
ইদানীং কালে পত্রপত্রিকা, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন স্থানে বিদেশে বাংলাদেশের কর্মজীবী মানুষদের দুর্দশার কথা শোনা যায়। আর এসব পড়ে আমার মনে পড়ে ছোটবেলার বিভিন্ন গল্প। আমাদের ছোটবেলায় চারিদিক ছিল বিপদসংকুল । রাতের বেলায় বাঁশ ঝাড় আর তেতুল গাছে নাচত ভুত-পেত্নীরা । বর্ষায় খালবিল গিজগিজ করত চুলপেচানীতে । আর পাড়ার বাইরে যেসব রাস্তাঘাট ছিল সেখানে আড়ি পেতে থাকতো ছেলেধরা । শহরে চার দেয়ালের মাঝে বা ছোট পরিসরে বড় হওয়া বাচ্চাদের হয়তো এত ভৌতিক পরিবেশ দেখতে হয়নি , তবে আদিগন্ত বিস্তৃত মাঠেঘাটে বড় হওয়া গ্রামের ছেলেমেয়েদের ইচ্ছে করেই এটুকু ভয়ভীতি ধরিয়ে দেওয়া হত যাতে তারা সবার অগোচরে বাড়ি থেকে দূরে কোথাও চলে না যায় । শুনেছি ছেলে ধরারা নাকি ছোট বাচ্চাদের ধরে শহরে তাদের দিয়ে ভিক্ষে করাতো বা তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিত । বড় হয়ে অবশ্য এসব বিশ্বাস করা বাদ দিয়েছিলাম । বুঝতাম চুলপেচানী অক্টোপাসের গ্রামীন সংস্করণ । ভুতেরাও পালিয়েছিল শিক্ষার আলোয় । ছেলেধরাও মনে হত নিছকই বাচ্চাদের ভয় দেখানোর গল্প । পরে বুঝলাম আক্ষরিক অর্থে না হলেও ব্যাপারটা ফেলে দেওয়ার মত নয় । কসোবাসহ বিভিন্ন...