কারমা
কথা হচ্ছিল ভিক্টরের সাথে। - আর কিছুদিন পরে আমারও সত্তর পূর্ণ হবে। - তাতে কি? তোমাকে তো বেশ ইয়ং লাগছে। - না না। দু বছর আগেও যেমন ফিল করতাম, এই দু বছরে আর তেমনটা করি না। ক্যালেন্ডারে এক বছর পেরোয় কিন্তু মনে হয় হাজার বছর। - যাক গে এসব নিয়ে আর ভেবে কি হবে। লাইফটা এঞ্জয় কর। কাজেকর্মে কাটিয়ে দাও। তাহলেই আর এমন মনে হবে না। - হুম। কারমে যা লেখা আছে তাই হবে। কারমা মানে কর্ম। রাশিয়ায় ওরা এভাবে উচ্চারন করে। রাশান লোকজন বিশেষ করে ওল্ড জেনারেশন বেশ পড়ুয়া, তাই ভালই জানে এসব। তবুও বললাম - কারমা বলতে তুমি কি বোঝাচ্ছ? - কেন? ভাগ্য, কপাল! - হল না। - মানে? - কর্মের প্রথম অর্থ কাজ। তাই এখানে কোন ম্যাজিক নেই। যে...