পরিত্যক্ত খেলা

সালটা ঠিক মনে নেই। একবার এলাকার এক ফুটবল প্রতিযোগিতায় তরা প্রগতি সংঘ ফাইনালে ওঠে আর মারামারির কারণে ফাইনাল স্থগিত হয়। সেই ফাইনালটা আর কখনও খেলা হয়নি। খেলার আয়োজক ছিল খুব সম্ভব বারাঠা (হতে পারে জাবরার নবারুণ?), তবে সেটা বড় কথা নয়। অনেক পরে একদিন আমার স্কুলমেট সোলায়মানের সাথে দেখা মানিকগঞ্জ। কথায় কথায় সেই খেলা নিয়ে কথা উঠলো। অন্য দলের অনেকের নামে কেস, অনেকেই পলাতক। তাই খেলার কোন সম্ভাবনা তখন ছিল না। পাশে দাঁড়িয়ে ছিলেন মানিকগঞ্জের এক রেফারি। হঠাৎ বলেই ফেললেন "কাপ দরকার? তা দোকান থেকে একটা কিনে নিয়ে যান।" আমাদের দেশের রাজনীতিরও আজ একই অবস্থা। পসপন্ড হয়ে আছে। এত উন্নয়নের পরেও আজ এই যে অচলাবস্থা, সেটা সুস্থ ও সুষ্ঠু রাজনীতির অনুপস্থিতির কারণে। রাজনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের। সেটা করতে না পারলে তাদের সমস্ত সাফল্য ব্যর্থতা বলেই গন্য হবে। এভাবে চলতে থাকলে দেখা যাবে দেশে রাজনৈতিক দল বলতে ঠিক যা বোঝায় তা আর পাওয়া যাচ্ছে না। ধর্ম ব্যবসায়ীরা যেমন ধর্ম গুরুর স্থান নিয়েছে একই ভাবে রাজনীতি ব্যবসায়ীরা রাজনৈতিক নেতার আসন দখল করবে। যে রাজনীতির দেশকে পথ দেখানোর কথা মানুষ সেই রাজনীতি থেকেই মুক্তির পথ খুঁজবে।

দুবনা, ১১ অক্টোবর ২০১৯



Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

ছোট্ট সমস্যা

প্রায়োরিটি