নির্বাচনের যোগ বিয়োগ
আর মাত্র কয়েক দিন পরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। ফেসবুকে বন্ধুরা এ নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে। আমি আদার ব্যাপারী , এসব জাহাজের খবর রাখা আমার জন্য কতটা যৌক্তিক সে প্রশ্ন আসতেই পারে। তবে সমস্যা হল আমেরিকা বলতে গেলে ঈশ্বরের মতই সর্বভূতে বিদ্যমান। তার কলেবর , বিশেষ করে জাতীয় স্বার্থ আকাশের মতই অন্তহীন। এতই বড় যে আমার কিচেন , আমার বেডরুম কোন কিছুই তার জাতীয় স্বার্থের বাইরে নয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ একবার বলেছিলেন , রাশিয়া আগের জায়গাতেই আছে , কিন্তু আমেরিকা আমাদের বাড়ির পাশে সামরিক ঘাটি গেড়ে অভিযোগ তুলছে যে রাশিয়া নাকি তার দোর গোরায় হাজির হয়েছে। আমারও সেই অবস্থা। আমি ভাবি আর নাই ভাবি, আমেরিকা আমাকে ভাবায়। আমেরিকার নির্বাচন নিয়ে এদেশের টিভিতেও অনেক কথাই বলা হয়। তবে গত নির্বাচন নিয়ে যতটা উত্তেজনা ছিল, এখন সেটা নেই বলেই মনে হয়। ওবামা প্রশাসন শেষের দিকে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার উপর। ডেমোক্র্যাটিক প্রার্থী ক্লিনটন আগ্রাসী ভাষায় রাশিয়া তথা পুতিনকে আক্রমণ করেন। ফলে এমন কি যারা...