ভ্যাক্সিন সমাচার

 

আমাদের দেশে লোকজন ভ্যাক্সিন পাচ্ছে না, এখানে নিচ্ছে না। সরকার বিভিন্ন পুরস্কার ঘোষণা করছে, কিন্তু মানুষ খুব একটা গায়ে মাখছে না। অনেকে বলছে ইসরাইলের মত ব্যবস্থা নিতে, মানে তুমি ভ্যাক্সিন না নিতে পার সমস্যা নেই, কিন্তু তাহলে তোমার জন্য সিনেমা, থিয়েটার, সিনাগগ, সুপার মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান -মানে যেখানেই জন সমাগম - সব কিছুর দরজা বন্ধ। এখনও পর্যন্ত পুতিন এর বিরোধিতা করছেন, তাই হচ্ছে না।

আমাদের ইনস্টিটিউটে অনেক দিন থেকেই ভ্যাক্সিন নিতে বলছে। শুরু হয়েছে গত নভেম্বর থেকে। এখন পর্যন্ত মাত্র ২০% ভ্যাক্সিন নিয়েছে। ফলে কাজকর্ম মূলত চলছে অনলাইনে। কর্তৃপক্ষ বলছে মিনিমাম ৫০% ভ্যাক্সিন না নিলে ইনস্টিটিউট পুরোপুরি ওপেন করবে না। কয়েকদিন আগে সার্কুলার এলো, যারা সেপ্টেম্বরের মধ্যে ভ্যাক্সিন নেবে তাদের ৪ হাজার রুবল করে দেওয়া হবে। টাকাটা খুব বড় নয়, তবুও যদি আকর্ষণ করা যায়। বিভিন্ন শহরে গাড়ি, বাড়ি লটারি হচ্ছে।

জানুয়ারিতে অসুস্থ ছিলাম বলে এখনও ভ্যাক্সিন নেইনি। তাই ভাবছি নিয়েই নিই, যদিও তিনটা ভ্যাক্সিনের কোনটা নেব - সেটা ঠিক করতে পারছি না। কেউ স্পুতনিক ৫ এর কথা বলছে, কেউ কভি-ভ্যাক নিতে বলছে, কেউ বা এপিভ্যাককরোনা। কিছুদিনের মধ্যে স্পুতনিক লাইট আসছে। যাহোক, আজ গেলাম অ্যান্টিবডি টেস্টের জন্য রক্ত দিতে। ইনস্টিটিউট ফ্যামিলির সবার জন্যই অ্যান্টিবডি টেস্টের ব্যয়ভার বহণ করছে। ছেলেমেয়েরা মস্কো তাই গুলিয়া আর আমার নাম দিলাম। গুলিয়া এসব প্রচণ্ড অপছন্দ করে। কিছুতেই রক্ত দিতে যাবে না।

- না দিতে পার, তবে অসুস্থ হলে নিজে নিজেই সব করবে। আমি এমনকি আঙ্গুল পর্যন্ত নাড়াবো না।

একটু কাজে লাগলো। বলল

- যেতে পারি। তাহলে একটা কেক কিনতে হবে।

ও কেক খুব পছন্দ করে। এদিকে আবার ওজন কমানোর কথাও বলে। তাই কয়েকদিন পর পর বলে

- শেষ কেকটা কিনে আনো, এরপর থেকে ডায়েট।

সবে শেষ কেকের শেষ কোথায় কে জানে?

সকালে উঠে রেডি হতে বললাম।

- কেকের সাথে এক কেজি নেক্তারিন। আর যদি নীলচে হয়ে যায় - ৫০০০ রুবল এক্সট্রা।

মহা মুশকিল। শেষ পর্যন্ত রক্ত দিলাম। দোকানে গিয়ে আরও কয়েক রকমের ফল কিনল। এক কথায় এক ভ্যাক্সিনেই ফতুর। ভাগ্যিস তিন চারটে বউ নেই, নইলে পথে বসতে হত।

বাসায় ফেরার পথে জিজ্ঞেস করল ওর আরেকটা ব্যাগ কোথায়? সব সময়ই ও জোড়ায় জোড়ায় জিনিস কেনে, তা দরকার হোক বা না হোক।

- আচ্ছা, এই যে তুমি জোড়ায় জোড়ায় সব কেন, বিয়ের আগে এক জোড়া বরের কথা মাথায় আসেনি।

- দুটো বোকাকে বহণ করার শক্তি আমারও নেই। (দাঝে ইয়া নি মাগু ভিনোসিত দ্ভুখ দুরাকভ)

মৃদু হেসে উত্তর দিল গুলিয়া।

দুবনা, ০৭ জুন ২০২১






Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন