প্রসঙ্গ - যুদ্ধ
গত পরশু যখন আজকের পত্রিকায় প্রকাশিত ইউক্রেন যুদ্ধের উপর আমার লেখার অংশ বিশেষ ফেসবুকে শেয়ার করলাম - কে একজন কমেন্ট করলেন এই বলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত সেনারা জার্মান মহিলাদের উপর অনেক অত্যাচার চালিয়েছে, ধর্ষণ করেছে ইত্যাদি। যেহেতু কমেন্ট দেখলাম ভোরে ঘুম ভাঙতে না ভাঙতেই তখন আর উত্তর দেওয়া হল না। পরে উত্তর দিতে গিয়ে দেখি ওটা উইথড্র করা হয়েছে। সেই লোক সেখানে উইকিপেডিয়ার একটা লিংকও দিয়েছিল আর লিখেছিল যে বাংলাদেশের লোকেরা কখনও কাউকে ধর্ষণ করেনি ইত্যাদি। আমি যখন এটা লিখি, তখনই বলেছিলাম অনেকেই এই প্রশ্ন তুলবে। কারণ আমরা নিজেদের ব্যাপারটা সব সময়ই স্পেশাল কেস বলে মনে করি। এটা ব্যক্তি জীবনেও। যতদূর জানি, সোভিয়েত সৈন্যরা যাতে পরাজিত জাতির উপর অত্যাচার না করে সে ব্যাপারে স্তালিনের কড়া আদেশ ছিল। এ নিয়ে অনেককে শাস্তিও পেতে হয়েছে। জানি না সেটা স্তালিনের জার্মান বা ইউরোপীয়দের প্রতি ভালবাসা থেকে কিনা, তবে এর পেছনে যে সামরিক ভাবনা ছিল সেটা ছোট করে দেখা যায় না। কারণ যখনই সৈন্যরা লুটতরাজ, ধর্ষণ এসব কাজে লিপ্ত হয়, তখন তারা তাদের নৈতিকতা হারায়, সেনা বাহিনী হারায় যুদ্ধ করার শক্তি। নষ্ট হয় শৃঙ্খলা যা স...