দ্বিচারিতা

 

মানব সমাজের সবচেয়ে বড় সমস্যা হল দ্বিচারিতা। সেটা অতীতে যতটা সত্য, বর্তমানেও ততটাই সত্য।

যারা বিশ্বাস করে যে ঈশ্বর সর্বশক্তিমান তারাই আবার এই সর্বশক্তিমান ঈশ্বর যে ভিন্ন রূপে ভিন্ন ধর্মের মানুষের কাছে ধরা দিতে পারেন সেটা মানতে পারে না। ফলে তারা ঈশ্বরের শক্তিতেই বিশ্বাস রাখতে পারে না।

যারা বিশ্বাস করে যে এক সময় সৌদি আরব বিভিন্ন ভাবে আমাদের দেশের মৌলবাদীদের মদত দিয়েছে ,যারা জানে যে আমেরিকার সার্বিক সহযোগিতায় তালেবান, আল কায়েদা, ইসলামিক স্টেট প্রতিষ্ঠা ও প্রসার লাভ করেছে তারাই বিশ্বাস করতে পারে না যে আমেরিকা ইউক্রেনে বান্দেরার সমর্থনকারী নিওফ্যাসিস্টদের গড়ে তুলেছে।

যারা বিশ্বাস করে যে ইউক্রেনের অধিকার আছে যে ব্লকে খুশি সে ব্লকে যোগ দেবার তারাই চীন, ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রুশ বিরোধী স্যাঙ্কশনে যোগ না দেবার স্বাধীনতাকে খর্ব করতে পিছপা হয় না। এসব দেশের উপর যখন পশ্চিমা বিশ্ব অভূতপূর্ব চাপ সৃষ্টি করে তারা মুখে কুলূপ এঁটে বসে থাকে।

যারা গণতন্ত্র, স্বাধীনতা এসব নিয়ে বড় বড় বুলি আওড়ায় তারাই যখনই কোন দেশ স্বাধীন ভাবে চলতে চায় তাদের উপর ঝাপিয়ে পড়ে। বিশ্বের অনেক দেশ ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের জারি করা ফতোয়া না মেনে নিজের দেশ ও জাতির ঐতিহ্য ও ঐতিহাসিক পটভূমির ভিত্তিতে নিজের মত করে চলার ও বলার সাহস দেখানোর কারণে।

স্বাধীনতা, গণতন্ত্র এসব ধারণা আমেরিকা বা পশ্চিমা বিশ্বের অনুমোদন সাপেক্ষ নয়। যারা কথায় কথায় এসব গণতন্ত্র আর স্বাধীনতার দোহাই দেন তাদের সবার আগে উচিৎ বিভিন্ন দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ব্যাপারে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের নাক গলানোর বিরুদ্ধে সোচ্চার হওয়া।

শুধু নিজের দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করলেই গণতন্ত্রের ধারক ও বাহক হওয়া যায় না যদি না নিজের স্বার্থে সে দেশ অন্য দেশের নিজের মত করে বিকাশের অধিকার স্বীকার না করে, যদি অনবরত বিভিন্ন দেশের সরকারের উপর চাপ সৃষ্টি করে সেসব দেশকে সত্যিকার অর্থে নিজেদের কলোনিতে পরিণত করে।

দুবনা, ২১ এপ্রিল ২০২২ 
 
 

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন