লেনিন
সোভিয়েত ইউনিয়নে আমাদের নিজ নিজ স্পেশালিটির বাইরেও কিছু সাবজেক্ট পড়তে হত যা ছিল সমাজতন্ত্রের সাথে সম্পর্কিত। এর মধ্যে ছিল সোভিয়েত কমিউনিস্ট পার্টির ইতিহাস, হিস্টোরিক্যাল অ্যান্ড ডায়ালেক্টিক্যাল ম্যাটেরিয়ালিজম, সায়েন্টিফিক কমিউনিজম ইত্যাদি। প্রিপারেটরি কোর্সে ছিল সোভিয়েত ইউনিয়নের ইতিহাস। তখন আমরা কেবল ভাষা শিখছি, তাই এই ক্লাস হত ইংরেজিতে (স্প্যানিশ, আরাবিক, ফ্রেন্স)। আমরা যারা বাংলাদেশ থেকে, পরীক্ষা দিতাম বাংলায়। জাহিদ প্রধান নামে আমাদের এক সিনিয়র ভাই সেটা টিচারকে রুশে অনুবাদ করে দিতেন। সেই পরীক্ষায় আমাদের এক বন্ধুর প্রশ্ন এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে। ও বাংলায় উত্তর দিয়ে বেশ কয়েকবার লেনিনের নাম নিয়েছে (আসলে উত্তর কিছু না, লেনিন শব্দটাই ছিল উত্তরের ম্যাজিক)। টিচার বললেন, কথা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে, ও এত লেনিন লেনিন করছে কেন? আমরা বুঝতে পারছি যে টিচার টের পেয়েছেন বন্ধুর ইতিহাসের জ্ঞানের গভীরতা। জাহিদ ভাই নীরব। উনি আবার জাহিদ ভাইকে প্রশ্ন করলেন, ও এত লেনিন লেনিন করছে কেন? জাহিদ ভাই ওনাকে বললেন, ও আসলে বলেছে যে যদি লেনিন বেঁচে থাকতেন তাহলে যুদ্ধই হত না, নিশ্চয়ই কোন কৌশলে হিটলারকে হারিয়ে দিতেন। টিচার বিশ্বাস করলেন কিনা জানি না, তবে তিনি কথা না বাড়িয়ে সেই ছেলেকে পাঁচ দিয়ে বিদায় করেন আর জাহিদ ভাইকে বলেন, ওকে বলো সব ব্যাপারে লেনিনকে নিয়ে টানাটানি করার দরকার নেই।
Comments
Post a Comment