বোকা

কিছু কিছু বোকামি অনেক দিন ভোলা যায় না। কাজান গেলে আমি চেষ্টা করি ঘোড়ার মাংস খেতে। কোন কোন জায়গায় সেটাকে ঘোড়ার মাংস না বলে ঘোড়ার ডিম বলাই যুক্তি সংগত। যাহোক গতকাল শেষ লান্চটা করলাম ঘোড়ার মাংস দিয়ে। রুটির ভেতরে শসা, টমেটো আর নরম ঘোড়ার মাংস - বেশ মজার খাবার। দামও সহনশীল। ৩০০ রুবল। সাথে সাধারণত চা নিই, ৩৫ রুবল দিয়ে। গতকাল কি ভেবে কাপুচিনো চাইলাম যদিও গত কয়েকদিন ধরে প্রেসারের দৌড়ঝাঁপে সেটা না করলেই ভালো হত।‌ ছোট্ট এক কাপ কাপুচিনো দিয়ে যখন ১৭০ রুবল নিল তখন নিজেকে ভীষণ বোকা মনে হল আর ঘোড়াটাকেও খুব সস্তা মনে হল। কুড়ি ঘন্টা কেটে গেছে কিন্তু বোকা বোকা স্বাদটা এখনও মুখে আটকে আছে।

মস্কো, ০২ ডিসেম্বর ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন