পেট্রল পাম্প
প্রথমে বারাক ওবামা ও পরে জন ম্যাককেইন রাশিয়াকে পেট্রল পাম্প বলে আখ্যায়িত করেন তেল ও গ্যাসের রপ্তানির উপর এদের অর্থনীতির খুব বেশি নির্ভরশীলতার কারণে। তবে সেই ওবামার রাজত্ব কালেই আমেরিকার তেল গ্যাস রপ্তানি বৃদ্ধি পেতে শুরু করে। বর্তমানে ইউরোপ থেকে রাশিয়াকে সরিয়ে আমেরিকা পৃথিবীর বৃহত্তম তেল গ্যাস রপ্তানিকারক দেশগুলোর একটি। গত বছর তার রপ্তানি বৃদ্ধি পেয়েছে ২১.৬% যা সৌদি আরবের ১৮% ও রাশিয়ার ৬% বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে। এখন আমেরিকার সোনালী আঁশ তেল। শেষ পর্যন্ত নিজেই পেট্রল পাম্পে পরিণত না হয়। কারণ তেলের আয়ে মাথায় ও শরীরে তেল মাখানোর প্রলোভন খুবই মারাত্মক।
দুবনা, ১২ ডিসেম্বর ২০২৩
Comments
Post a Comment