উপলব্ধি

ধারণা করা হয় যে খৃষ্টপূর্ব কয়েক শ' বছর আগে রামায়ণ ও মহাভারত রচিত হয়েছিল। এই দুই মহাকাব্যের কলাকুশলীরা ঐতিহাসিক চরিত্র ছিলেন কিনা এ নিয়ে বিতর্ক থাকলেও এদের রচয়িতাদের নিয়ে কোন বিতর্ক নেই। এটাও সত্য যে ঐতিহাসিক হোক আর কাল্পনিক হোক এসব কাব্যের মহারথীরা রচয়িতাদের কাঁধে ভর করেই আমাদের কাছে এসেছেন। একদিন আমরা থাকব না কিন্তু বাল্মিকী বা ব্যাসদেব ঠিকই থাকবেন আরও হাজার হাজার বছর। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নেন ১৮৬১ সালে। ৮০ বছরের দীর্ঘ জীবনে তিনি দেশ বিদেশের মানুষের মনোজগতে সাহিত্য ও সংস্কৃতির যে সৌধ নির্মাণ করেছেন সেটাই তাঁকে অমর করে রাখবে অনন্ত কাল। আজ তাঁর বিরুদ্ধে কিছু মানুষের যে বিষোদগার সেটা রবীন্দ্রনাথকে যতটা না ছোট করার লক্ষ্যে তারচেয়ে বেশি তাঁকে খরকূটার মত ব্যবহার করে নিজেদের ভেসে থাকার চেষ্টা। এটা সবলের বীরগাথা নয়, দুর্বলের বেঁচে থাকার একান্ত আকুতি। রবি ঠাকুর মহান। তাই এত কিছুর পরেও এদের ক্ষমা করে টেনে তুলবেন। শুধু এসব মূর্খরা সেটা কোনদিন বুঝবে না, বুঝলেও স্বীকার করবে না। কারণ দুর্বলরা কখনো সত্যকে স্বীকার করে না।

দুবনা, ০৩ এপ্রিল ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন