নির্বাচন

নির্বাচন নিয়ে জটিলতা মনে হয় বাংলাদেশের ক্রনিক্যাল অসুখে পরিণত হয়েছে। তা সে সংসদ নির্বাচন হোক আর অন্য কোন সংগঠনের কমিটির নির্বাচন হোক। কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ঢেঁকির কথা জানি না, তবে বাঙালি নির্বাচনে নামলেই জটলা পাকায় এটা মনে হয় পদার্থ বিজ্ঞানের সূত্রে পরিণত হতে চলছে। তবে এর একটা ভালো দিক হল এটাকে কেন্দ্র করে অনেক হারিয়ে যাওয়া বন্ধুরা ভেসে উঠছে, অনেকের সাথে নতুন করে যোগাযোগ হচ্ছে। সেদিন এক বন্ধু ফোন করল

কিরে, কী মনে হচ্ছে?
কী আর মনে হবে। ক্ষমতা চুম্বকের মত। বিপরীত মেরুর মানে ক্ষমতার মোহের বিরুদ্ধে যাদের প্রতিষেধক নেই তাদের আকর্ষণ করে।
তাই। এক কাজ কর, দেশে চলে আয়।
কেন?
তোকে আমাদের সংগঠনের প্রেসিডেন্ট বানিয়ে দিই।
এত ছোট পোস্টে তো আমার পোষাবে নারে।
কী পোস্ট চাস তুই?
অপেক্ষায় আছি কবে ভগবানের পোস্টটা খালি হবে।
তুই আর মানুষ হলি নারে।
তোদের দেখে মানুষ হবার ইচ্ছেটা অনেক আগেই উবে গেছে।

দুবনা, ১০ এপ্রিল ২০২৪


Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা