সাদাকালো

দেশে মাদকতা বিরোধী অভিযান চলছে। এ যে কোন চলা বোঝা কষ্ট। এই সরল পথে চলে তো এই অলিগলির ভেতর দিয়ে চলে। আইন আর আইনহীনতা – এই দু’এর এক অদ্ভুত সংমিশ্রণ ঘটায় উত্তর আর প্রশ্ন আজ পরস্পরের মুখোমুখি দাঁড়িয়েছে। মাদকতা আমাদের দেশের কখনই বৃহত্তর জনগোষ্ঠীর দ্বারা সমর্থিত হয়নি, তাই এ আন্দোলনের পেছনে জন সমর্থন থাকবে সেটাই স্বাভাবিক। তবে এর পদ্ধতি, বিশেষ করে কিছু বিচার বহির্ভূত মৃত্যু নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ফলে সামাজিক মাধ্যমে তো বটেই, এমন কি রাস্তায় প্রতিবাদ হয়েছে, হচ্ছে। আর প্রতিবাদ করছে মূলত বাম ঘেঁষা রাজনৈতিক দল ও গণসংগঠনগুলো। সরকার অবশ্য বসে নেই, এই সুযোগে প্রগতিশীলদের উপর এক হাত নিয়েছে। এখন চলছে প্রতিবাদ না করতে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ। তাই অনেকে প্রশ্ন তুলেছেন, যেখানে বাম বা প্রগতিশীলদের দূরবীন দিয়ে খুঁজতে হয় সেখানে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করাই কি বুদ্ধিমানের কাজ ছিল না? এর উত্তর খুঁজতে গিয়ে এক গল্প মনে পড়ে গেল। ফেসবুকেই পড়া – তার সারমর্ম এ রকমঃ “বিশাল এক সাদা ক্যানভাসের মাঝে একটা বিন্দু কালির ছোপ দেওয়া একটি ছবি দ...