বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান ও করণীয়
বর্তমান বিশ্বায়নের যুগে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানকে আলাদা ভাবে দেখার উপায় নেই, একে দেখতে হবে বিশ্বের সামগ্রিক পরিবেশের ভিত্তিতেই| আর সারা বিশ্বে জঙ্গিবাদের উত্থানের জন্য অনেক কিছুই দায়ী| সেটা একদিকে যেমন ইন্ফর্মেসনের সহজ লভ্যতা আর তার সত্যতা যাচাইয়ের প্রতি দায়িত্বহীনতা, অন্যদিকে বিভিন্ন গোষ্ঠির, বিশেষ করে পশ্চিমা বিশ্বের নিজেদের স্বার্থ অনুযায়ী এইসব তথ্য ম্যানিপুলেট করা| অর্থাৎ নিজেদের প্রয়োজনে কোনো একটা সংবাদ তৈরী করে গুজব রটানো, তারপর নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ব্যবহার করে সেই রটনাকে মানুষের চোখে ঘটনায় পরিনত করা| এটা দেখা গেছে ইরাক আক্রমনের আগে কলিন পাওযেলের টেস্ট-টিউব নাড়ানোর ঘটনা থেকে ইউক্রেনের আকাশে মালোশিয়ার বিমান ধ্বংসের মধ্য দিয়ে| আমাদের দেশেও আজকাল ফেসবুকে কেউ ইসলাম ধর্ম বা নবীজীকে নিয়ে কটু মন্তব্য করেছে রটিয়ে একাধিকবার আক্রমন করা হয়েছে ব্লগার বা সংখ্যালঘুদের উপর| এ ছাড়াও আছে বিচার ব্যবস্থার অবনতি । আগে যদি কাউকে অভিযুক্ত করা হতো আর তার পর সে অভিযোগ প্রমান করা হতো , এখন আন্তর্জাতিক প্রায় সব ব্যাপারেই দোষী সাব্যস্ত করা হয় আর যার বিরুদ্ধে অভিয...