খ ছ ঠ থ ফ
শুনলাম দেশে হরতাল। গ্যাসের
দাম বাড়ানোর প্রতিবাদে এই হরতাল। সিপিবি আর বাসদের যৌথ আহ্বানে এই হরতাল। যৌক্তিক
দাবী – যেকোনো রাজনৈতিক দলই সেটা করতে পারে, করা উচিৎ। আবার এই দিনই ধর্মঘট ডেকেছে
পরিবহণ শ্রমিকরা, তাও আবার অনির্দিষ্ট কালের জন্য। দাবীটা কি? না, মিশুক মুনীর আর
তারেক মাসুদকে সড়ক দুর্ঘটনায় হত্যার দায়ে দোষী ড্রাইভারের যাবজ্জীবন কারাদণ্ড
মানতে রাজী নয় তারা, যেমন কিনা রাজী নয় সাভারে ট্রাকচাপা দিয়ে এক মহিলাকে হত্যার
দায়ে আরেক ড্রাইভারের ফাঁসির রায় মানতে। তার মানে কি, ট্রাকচাপা দিয়ে খুন করলে তার
বিচার করা যাবে না? ভারী যন্ত্রণা দেখছি। ওদিকে ডাক্তাররা মানব বন্ধন করছে কালা
কানুনের বিরুদ্ধে। আচ্ছা এই মানব বন্ধনে কি রুগীরাও আছে? আজ দেশে একটা সামাজিক
চুক্তি দরকার যাতে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেবে আর সকলের স্বার্থ রক্ষা করে
এমন একটা ডকুমেন্ট তৈরি করবে। কেননা ডাক্তারের সাথে রুগীর, ড্রাইভারের সাথে যাত্রীর
বা পথিকের, বিক্রেতার সাথে ক্রেতার, মালিকের সঙ্গে শ্রমিকের, দুধের সাথে জলের, মাছের
সাথে জেলের, আগুনের সাথে খড়কুটার, ভালুকের সাথে ছাগলের, সাপের সাথে নেউলের স্বার্থ
কখনই মিলবে না, তারপরেও আমাদের সবাইকে এ সমাজেই, এই দেশেই থাকতে হবে, বাঁচার জন্য
একে অন্যের উপর নির্ভর করতে হবে। আর তাই যাতে সবার স্বার্থ রক্ষিত হয় তেমন একটা
চুক্তিতে আসতেই হবে।
দেশে নাকি হরতাল
ডেকেছে বাসদ
তাতে নাকি সিপিবি যোগায়
রসদ
তেল গ্যাসের দাম
স্বর্গের পথে
হরতালে তাদের হবে নরকে
নামাতে
ঐ দিকে পরিবহণ করে
ধর্মঘট
ধর্মের অনুভুতি এখানে
প্রকট
খুনের শাস্তি যাবজ্জীবন
অথবা ফাঁসি
বিচারকের রায় শুনে পায়
বড় হাসি
খুনের বিচার বল কে না
চায়
যদি সেই খুনটা অন্যে
ঘটায়?
ওদিকে ডাক্তার নামে
মানববন্ধনে
ভেঙ্গেছে তাহার মন
রুগীর ক্রন্দনে
সবার নিজের স্বার্থ
ইস্যুটা নিজের
সময় কই ভালোমন্দ দেখার
পরের
তাই এত হরতাল এত যানজট
তাইতো থেমে আছে উন্নয়নের
শকট।
দুবনা, ২৮ ফেব্রুয়ারী
২০১৭
ছোট্ট ক্রিস্টিনা
Comments
Post a Comment