কাঁধ
পাপ, ও পাপ!
বল, শুনছি।
ঈশ্বর আছে?
কোন সমস্যা?
না, এমনিতেই। সমস্যা হবে কেন?
শোন একটা গল্প বলি। এটা অনেক পুরানো ইহুদীদের গল্প।
“আব্রাহামের কিছুতেই ঘুম আসছে না। বিছানায় ছটফট করছে। ওর অবস্থা দেখে বউ সারা জিজ্ঞেস করলো “ছটফট করছ কেন? কি হয়েছে?” “কাল সকালে মসীকে ১০০ টাকা ফেরত দিতে হবে। কিন্তু একটা টাকাও নেই পকেটে।“ কিছু না বলে সারা গিয়ে মসীর দরজা ধাক্কাতে লাগলো আর বললো “মসী, শুনতে পাচ্ছ? আব্রাহাম কাল তোমাকে টাকা দিতে পারবে না।“তারপর ঘরে এসে বললো “এবার ঘুমিয়ে পর। মসীই বরং ছটফট করুক।“”
তারপর?
তারপর আর কি? যাদের সমস্যা আছে, অথচ নিজেরা সমাধান করতে পারে না বা চায়না, তারা সমস্যাটা ঈশ্বরের কাঁধে চাপিয়ে নিজেরা ঘুমায় আর ভাবে ঈশ্বর বরং ওদের জন্য ভেবে নিজের সময় নষ্ট করুক।
দুবনা, ২২ ফেব্রুয়ারী ২০১৭
Comments
Post a Comment