Posts

Showing posts from October, 2017

জেলহত্যা ও রাজনৈতিক স্বচ্ছতা

Image
মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার                                                                                  সবাই বলে মিথ্যে বাজে বকিস না আর খবর্দার ।। জানি এ লেখাটা পড়ে অনেকে এ ভাবেই বলবেন, তবুও কিছু প্রশ্ন আসে মাথায়, জানতে ইচ্ছে করে তার উত্তর । যদিও ১৯৬৮ সাল থেকে প্রায় সব ঘটনাই কমবেশি আমার মনে আছে, সেগুলো, বিশেষ করে রাজনৈতিক ঘটনাবলী বিশ্লেষণ করার শক্তি তখন ছিল না (এখনো আছে কী?) । একাত্তরের ঘটনাবলী বেশ মনে আছে, মনে আছে একাত্তর পরবর্তী দেশের কথাও । বাহাত্তরে শেখ মুজিব দেশে ফিরলেন পাকিস্তানের কারাগার থেকে । মানুষের সে কী উচ্ছ্বাস, সে কী আশা-আকাংক্ষা । মুজিব দেশে এলে যে...

যুব উৎসব ২০১৭ ও আলোচনা সভা

Image
গত শনিবার রাশিয়ার সোচিতে বিশ্বযুব উৎসবে আসা বাংলাদেশ ডেলিগেশনের অনেকের সাথে দেখা হল । যতদূর শুনেছি মোট ৮৬ জন এসেছিলেন, এখানে উপস্থিত ছিলেন ৪০ জনের মত । অনেকেই এর মধ্যে দেশে ফিরে গিয়েছেন, অনেকে অন্য শহরে বেড়াতে গিয়েছেন ।   সময়ের স্বল্পতার কারণে আবার অনেককে খবর দেয়া যায়নি । সব মিলিয়ে যারা খবর পেয়েছেন, তারা প্রায় সকলেই এসেছেন । যুব উৎসবের ঢাকঢোল অনেক আগে থেকেই বাজতে শুরু করেছিল । তবে বিভিন্ন কাজকর্মে খবরটা ঠিক রাখা হয়ে উঠেনি । হতে পারে এর মধ্যে আমার এসব ব্যাপারে উৎসাহও কমে গেছে । তবুও উৎসবের ঠিক আগে আগেই প্যারিস থেকে কিরণের আর ঢাকা থেকে জয়নালের ফোন পেয়ে বুঝলাম ব্যাপারটা একেবেরেই পাশ কাটিয়ে যাওয়া যাবে না । সবার সাথে না পারলেও উদীচীর ডেলিগেশনের সাথে দেখা করতেই হবে । ওদের বললাম, যারা আসছেন তাদেরকে আমার কন্টাক্ট নম্বর দিয়ে দিস, ওনারা উইকএন্ডে মস্কো থাকলে দেখা করবো, না হলে ফোনে আলাপ করবো । এরপর এক সময় মস্কোর বন্ধুদের কাছ থেকে পেলাম ডেলিগেশনের মস্কো আসার খবর । তবে খবরটা পেলাম তাদের মস্কোয় বরণ করার ক্ষেত্রে কিছু ত্রুটি হয়েছিল বলেই । সব স্মুথলি হয়ে গেলে হয়তো জানতামও না । ...