জেলহত্যা ও রাজনৈতিক স্বচ্ছতা
মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার সবাই বলে মিথ্যে বাজে বকিস না আর খবর্দার ।। জানি এ লেখাটা পড়ে অনেকে এ ভাবেই বলবেন, তবুও কিছু প্রশ্ন আসে মাথায়, জানতে ইচ্ছে করে তার উত্তর । যদিও ১৯৬৮ সাল থেকে প্রায় সব ঘটনাই কমবেশি আমার মনে আছে, সেগুলো, বিশেষ করে রাজনৈতিক ঘটনাবলী বিশ্লেষণ করার শক্তি তখন ছিল না (এখনো আছে কী?) । একাত্তরের ঘটনাবলী বেশ মনে আছে, মনে আছে একাত্তর পরবর্তী দেশের কথাও । বাহাত্তরে শেখ মুজিব দেশে ফিরলেন পাকিস্তানের কারাগার থেকে । মানুষের সে কী উচ্ছ্বাস, সে কী আশা-আকাংক্ষা । মুজিব দেশে এলে যে...