শুভ নববর্ষ
এবছরের মত পরীক্ষা শেষ। ডিপার্টমেন্ট থেকে বেরুনোর সময় প্রফেসর সামসোনেনকোকে আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানালাম। উনি জিজ্ঞেস করলেন - পরীক্ষা নেয়া শেষ? লেজ নেই তো? লেজ মানে ফেল করা ছাত্র। ছাত্রদের ক্ষেত্রে এটা না দেয়া পরীক্ষা, মানে যদি কোন পরীক্ষায় ফেল করে। শিক্ষকদের জন্য যদি এরকম ছাত্র থাকে। এক্ষেত্রে দু'জনকেই পরীক্ষা দিতে ও নিতে বসতে হবে পরে কোন এক সময়। - আমি ওল্ড পার্টিজান। আগে থেকেই লেজ কেটে ফেলি যাতে কেউ টের না পায়। এখনও মনে আছে দুবনা ইউনিভার্সিটিতে একবার পরীক্ষায় প্রায় সবাইকে ফেল করিয়ে চাকরি হারিয়েছিলাম। এরপর একসময় প্রফেসর ঝিদকভ বলেছিলেন - বিজন, কখনোই ফেল করিও না। কড়া পরীক্ষা নিতে হয় ভালো ছাত্রদের যাতে তারা সত্যিকার অর্থেই সাবজেক্ট রপ্ত করে ভালো নম্বর পায়। যারা কোন মতে টেনেটুনে পাশ করে তাদের ফেল করিয়ে কোন লাভ নেই। তারা পড়াশুনা করতে চায় না বলেই খারাপ করে। ফেল করালেও তারা জানার চেষ্টা করবে না, শুধু তোমাকে বারবার ওদের পরীক্ষা নিতে হবে। হয়তো একসময় বিরক্ত হয়ে পাশ মার্ক দেবে, না হয় ওকে বহিষ্কার করবে। - তাহলে? - যতদূর সম্ভব সোজা প্রশ্ন করে ওদের কাছ থ...