শহীদ বুদ্ধিজীবী দিবস
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে নয় মাস ধরে পাকবাহিনী ও তাদের দোসররা দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে আর ১৪ ডিসেম্বর ছিল তার চূড়ান্ত পরিণতি। পাক শাসকরা জানত বাঙালি জাতির বিদ্রোহের মূলে রয়েছে তার শিক্ষিত জনগণ। মনে রাখতে হবে যে ভাষা আন্দোলন শুরুই হয়েছিল মূলতঃ ছাত্রদের হাত ধরে। তাই শিক্ষিত বাঙালির প্রতি তাদের ক্রোধ ছিল স্বাভাবিক। সাথে ছিল সংখ্যালঘু হিন্দু, আওয়ামী লীগ আর কমিউনিস্ট। তবে ডিসেম্বরে যখন পরাজয় নিশ্চিত হয়ে যায় তখন মরণ কামড় হিসেবে তারা নতুন উদ্যমে বুদ্ধিজীবীদের উপর শেষ আঘাত হানে যাতে বাঙালি জাতি সহজে মাথা তুলে দাঁড়াতে না পারে। বর্তমান পরিস্থিতি দেখে মনে হয় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আসলে ছিল জামায়াত শিবিরের প্রতিশোধ নেবার প্রথম পদক্ষেপ। একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয়ের ইতিহাস বাঙালি ভুলে গেলেও পরাজয়ের ইতিহাস ওরা ভুলেনি। ওরা বিজয়ের উৎসব শুরু করেছে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেবার মধ্য দিয়ে, যদি এখনই বাঙালি এর বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তাহলে এর শেষ হবে বাঙালি জাতির ধ্বংসের মধ্যে দিয়ে। ওরা দৈহিক ভাবে আমাদের ধ্বংস করবে না, করবে সাংস্কৃতিক ভাবে। ভেবে দেখুন তো য...