পোড়া কপালী

আমেরিকা, রাশিয়া, চীন, ভারত - এসব রাষ্ট্র যাদের জাতীয় স্বার্থ আছে।‌ ইউরোপিয়ান ইউনিয়ন কোন রাষ্ট্র নয় তাই তার কোন জাতীয় স্বার্থ থাকতে পারে না। উল্টো বিভিন্ন দেশের বিভিন্ন জাতীর বিভিন্ন, এমনকি পরস্পরবিরোধী স্বার্থ আছে। যতদিন গ্লোবালাইজেশন, লিবারেল ডেমোক্র্যাসি এসবের বাজার ভালো ছিল ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্র না হয়েও দিব্যি চলতে পারত। এখন মন্দার সময়ে তাদের এক করতে পারে ইউক্রেন যুদ্ধ। আর তাই তারা এই যুদ্ধ চালিয়ে যেতে এত বেপরোয়া। এখন ইউক্রেন যুদ্ধ ইউক্রেনের জন্য নয় ইউরোপিয়ান ইউনিয়নের বেঁচে থাকার মহৌষধ। ভারত বিদ্বেষ যেমন পাকিস্তানের অস্তিত্বের সমার্থক, রুশ বিদ্বেষ তেমনি ইইউ এর ঐক্যের সমার্থক, ব্রাসেলসের আমলাদের অস্তিত্বের সমার্থক। তাই যুদ্ধ বেচারা বড়ই বিপদে আছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে, এমনকি হামাগুড়ি দিয়ে হলেও তাকে চলতেই হবে। হায়রে যুদ্ধ, তোর কপালে শান্তি নেই, আছে শুধু দুঃখ।

দুবনা, ০৬ এপ্রিল ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল