মঙ্গলানন্দ
সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ায় যারা নিজেদের ইহুদি মনে করে এবং রাশিয়ানরা যাদের ইহুদি মনে করে তারাই যখন ইসরাইলে যায় তখন স্থানীয় জনগণের কাছে তাদের পরিচয় হয় রাশিয়ান বলে আর তারাও নিজেদের রাশিয়ান ভেবেই ইসরাইলের সামাজিক ও রাজনৈতিক জীবনে অংশগ্রহণ করে। বাংলাদেশের একদল মুসলমানের অবস্থাও অনেকটা সেরকম। তারা নিজেদের যতটা না বাঙালি তারচেয়ে বেশি মুসলমান মনে করে আর মুসলিম দেশে, বিশেষ করে আরব দেশে তাদের পরিচয় হয় ভারতীয় আর ভাগ্য ভালো হলে বাংলাদেশী। এই যে মঙ্গলকে আনন্দে ভাসিয়ে দেয়া এটাও অস্তিত্বের শেকড় সংকটের আরও একটা বহিঃপ্রকাশ।
দুবনা, ১২ এপ্রিল ২০২৫
Comments
Post a Comment