অপশন
গতকাল এক বন্ধু স্ট্যাটাস দিল "আমেরিকার নাগরিকত্ব অথবা ফিলিস্তিনের স্বাধীনতা" আপনি কোনটা বেছে নেবেন। আমার ধারণা যদি সত্যি সত্যি এমন অপশন থাকত দেশের অধিকাংশ মানুষ আমেরিকার নাগরিকত্ব বেছে নিত। আমার ধারণা এমনকি ফিলিস্তিনি জনগণের একটা বিরাট অংশ সেটা করত। কারণ স্বাধীনতা একটা আবেগ আর আমেরিকার নাগরিকত্ব ভবিষ্যতের নিরাপত্তা। মানুষ নিরাপত্তা চায়। ফিলিস্তিনি নেতৃত্ব এমনকি স্বাধীনতা পেলেও শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে, মানুষের সত্যিকারের মুক্তি আনতে পারবে না। এসব আবেগী স্ট্যাটাস আমার ধারণা বিভ্রান্তিকর। আর আমার নিজের কথা বলব আমেরিকার নাগরিকত্ব আমার কখনোই কাম্য ছিল না, চেষ্টাও করিনি। ফিলিস্তিন স্বাধীনতা পেলে খুশি হব যদিও নিশ্চিত নই যে এতে তাদের সমস্যার সমাধান হবে। তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশের দিকে তাকালে ভিন্ন উত্তর মেলে না। তবে এটাও ঠিক যারা এই লটারিতে আমেরিকার নাগরিকত্ব বেছে নেবে তাদের একটি বিশাল অংশ আমেরিকার প্রতি ভালোবাসা থেকে এসব করবে না। তারা আগের মতই আমেরিকাকে ঘৃণা করবে, মনে মনে ফিলিস্তিনি জনগণের পক্ষে থাকবে। এমনকি এদের একটা অংশ ভেতর থেকে আমেরিকা ধ্বংস করার জন্য সব কিছু করবে। কারণ গণতন্ত্র, ব্যক্তিস্বাধীনতা, ভিন্ন মতের প্রতি বিশ্বাস - এসব থেকে তারা আমেরিকায় যায় না, যায় আমেরিকার ডলারের জন্য। একদিন হয়তো এরা সবাই মিলে আমেরিকাকেই আজকের ফিলিস্তিন বানিয়ে ফেলবে। তবে তারা যে ফিলিস্তিনে বিশ্বাস করে সেটাও মুক্ত, স্বাধীন ফিলিস্তিন নয় যেখানে গণতন্ত্রের চর্চা হয়, মানবতার জয়ধ্বনি ওঠে, তাদের ফিলিস্তিন শরিয়াহ আইনে চলে, সেখানে মুক্তচিন্তা কারাবন্দী থাকে।
মস্কোর পথে, ১৩ এপ্রিল ২০২৫
Comments
Post a Comment