সাম্য

ইদানিং চীনের সাথে বানিজ্য সুবিধা নিয়ে ফেসবুক সরগরম। বিভিন্ন হিসেবে প্রায় একত্রিশ গুন বানিজ্য ঘাটতির পরেও শুল্ক মুক্ত রপ্তানি সুযোগ পেয়ে আমাদের আনন্দের সীমা নেই। এখন আর অসাম্যের প্রশ্ন নেই। চীন তো ভারত নয়, তাই তার সাথে বানিজ্য ঘাটতি হলেও কোন সমস্যা নেই। তবে বাস্তবতা হল সমস্যা চীন বা ভারতে নয়, সমস্যা আমাদের সেই পণ্যের অভাবে যা আমরা এসব দেশে রপ্তানি করতে পারি। তাই ঘাটতি কমাতে এসব দেশে রপ্তানি যোগ্য পণ্যের উৎপাদন বাড়াতে হবে। নারী অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি এসব একান্তই ধারণা যার কোন বস্তুগত রূপ নেই। তাই নারী পুরুষে, বিভিন্ন সম্প্রদায়ের বা গোষ্ঠীর মধ্যে সাম্য থাকুক আর নাই থাকুক এ নিয়ে স্পেকুলেশন করা যায়। পণ্য হল বস্তু, চোখে দেখা যায়। এখানে গলাবাজি করে সমতা আনা যায় না। তাহলে কিভাবে ভারসাম্য রক্ষা করা? এ জন্যেই হয়তো হেন করেঙ্গা তেন করেঙ্গা নামক ক্যারিকেচারের উদ্ভাবন যাতে আর কিছু না হোক আস্ফালন করে মনের জ্বালা একটু কমানো যায়। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে.......

দুবনা, ০৩ এপ্রিল ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল