আজাইরা প্যাচাল
জীবনে কখন যে কি ঘটে, অনেক সময় তা গল্পের মতোই মনে হয়। একটা গল্প শুনেছিলাম অনেকদিন আগে, জানি না সত্য কিনা, তবে আমাদের নিজেদের সাথেও কখনো সখনো এসব ঘটে। এক বয়স্ক প্রফেসর থাকেন হোস্টেলে। পাশের রুমেই থাকে এক ছাত্র। সাধারণত যেটা হয়, ছাত্রটা অনেক রাতে ঘরে ফিরে আর জুতো খুলে ছুড়ে মারে দেয়ালে। প্রথম দিকে একটু রাগলেও প্রফেসর সেটা মানিয়ে নিয়েছেন। এখন উনি অপেক্ষা করেন কখন ছাত্রটা জুতা খুলে দেয়ালে ছুঁড়বে, তার পরেই যান ঘুমুতে। একদিন রাতে ওই ছেলে ঘরে ফিরলো, কিন্তু জুতা ছোড়ার কোনো কোনো লক্ষণ নেই। অনেক ক্ষণ অপেক্ষা করে ধৈর্য্য হারিয়ে ফেললেন প্রফেসর, তারপর নিজেই জুতা দিয়ে দেয়াল চাপড়াতে শুরু করলেন, "শুনছিস, কখন তুই জুতা খুলে দেয়ালে ছুড়বি, আমি যে ঘুমুতে পারছি না।" ছেলেটা একটু মাফ চেয়ে বললো, "আপনাকে আর ডিস্টার্ব করবো না, আপনি ঘুমিয়ে পড়ুন।" কয়েকদিন পরে তাদের দুজনার দেখা বিশ্ববিদ্যালয়ে। একটু আলাপ জমাবার জন্য ছেলেটা জিজ্ঞেস করলো, "প্রফেসর, ঘুমানোর সময় আপনি দাঁড়িটা লেপের নীচে রাখেন, নাকি উপরে রাখেন?" "তাতো খেয়াল করিনি।" রাতে আর প্রফেসরের ঘুম আসছে না, দাঁ...