জয় বাংলা
একাত্তরের ষোলই ডিসেম্বর কনকনে শীতের মাঝেও এসেছিল বিজয় | এ বিজয় কাউকে করে
পিতৃ-মাতৃ অথবা ভাতৃ হারা, কেউবা হারিয়েছে সম্মান, কেউবা সহায় সম্পদ, আবার এই যুদ্ধের
ডামাডোলে কেউবা গুটিয়েছে তাদের আখের | কিন্তু এই দিনে সবার জন্যই উঠেছিল
বিজয়ের লাল সূর্য, সবাইকে দেখিয়েছিল নতুন দিনের স্বপ্ন, সবার প্রাণে জাগিয়েছিল নতুন
আশা | এই বিজয়ের হাত ধরেই জাতি শপথ নিয়েছিল গণতান্ত্রিক, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষ
ও সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার | সময়ের সাথে আমরা অনেক কিছুর স্বপ্ন দেখতেও ভুলে
গেছি, আবার সাময়িক রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য অনেক আশা আকাঙ্খাকে পরিনত
করেছি দর কষাকষির অস্ত্রে | একাত্তরে পরস্পরের মুখোমুখি দাড়ানো অনেক শক্তিই আজ
হাতে হাত রেখে কাজ করে একাত্তরের চেতনাকে দেশান্তরী করতে | মাত্র ৪৫ বছরেই স্বাধীনতার অনেক স্তম্ভে আজ মুখ থুবরে পরে গেছে | রাজনীতির কুট কৌশলে অনেক মুক্তিযোদ্ধা হয়েছে রাজাকার, আবার অনেক রাজাকার হয়েছে স্বাধীন বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণকারী | বদলায়
মানুষ, বদলায় রাজনীতি, বদলায় এমন কি আদর্শও - বদলায় না শুধু বিজয়ের সূর্য, বদলায়
না শুধু ষোলই ডিসেম্বর | ও ফিরে আসে বার বার নতুন স্বপ্ন নিয়ে, নতুন আশা নিয়ে | এই আশা
নিয়েই, এ স্বপ্ন নিয়েই বেচে থাকে মানুষ আর প্রানখুলে চিত্কার করে বলে - জয় বাংলা |
Comments
Post a Comment