শুভ সতের

২০১৭ দরজায় দেয় টোকা
আয়নায় নিজেকে লাগে বড় বোকা
কি বলবো বন্ধুদের আজকের দিনে
ভাবছি সে কথা বসে মনে মনে
জ্ঞানীর যেন জ্ঞান বাড়ে
মূর্খের কমে মূর্খতা
ধনীর যেন ধন বাড়ে
গরীবের কমে দারিদ্রতা
চোর যেন কম চুরি করে
ঘুষখোর ঘুষ নেয় কম
শোষক যেন কম শোষণ করে
শোষিত যাতে পায় দম
অর্থলোভ কমুক, বাড়ুক জ্ঞান পিপাসা
হতাশা দূর হোক, জাগুক মনে আশা
চোর ডাকাত ভদ্রলোক  - সুস্থ থেকো সবাই
নববর্ষে সবার জন্য কামনা মোর এটাই


মস্কো, ৩১ ডিসেম্বর ২০১৬  


Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন