ওয়াক থু
ঘুরে
বেড়াচ্ছি বন্ধুদের সাথে গায়ের
পথে -
গায়ের
সবুজ মাঠের ভেতর দিয়ে অজগরের
মত একে বেকে যে পথ গেছে চলে,
সেই পথেই
হাটছি আমরা আর বলছি অতীত দিনের
কথা |
- এইখানে তোদের শেওড়া গাছটা ছিল, মনে আছে?
- থাকবে না কেন? এখান দিয়েই তো আমরা স্কুলে যেতাম | আর একা যেতে হলে শেওড়া গাছের ভুতের কথা মনে করে সে কি ভয়ই না পেতাম |
আবার
কিছুক্ষণ চুপচাপ |
- আচ্ছা
দীনবন্ধু কোথায় জানিস?
- শুনেছি
ও এখন ভারত থাকে |
একটাও
দাত নাকি নেই |
বলেই
আমার সাথী ওয়াক থু করে এক গাদি
থু থু ফেলল পথের পাশে |
কথায়
কথায় থু থু ফেলা আমাদের জাতীয়
রোগ বলেই মনে হয় |
টেলিফোনে
কথা বলছেন,
হঠাত
ওপাশে শোনা গেল -
ওয়াক থু
| মনে
হলো এক দলা গরম থু থু আপনার
কানে এসে পড়ল |
ইচ্ছে
করে ফোনটা ছেড়ে দিতে,
পারি না
| গত
কুড়ি দিনে কত রকমের থু থু যে
দেখলাম !
কেউ ডানে
ফেলে তো কেউ বয়ে |
কেউ আবার
মাথার উপরের দিকে থু থু ছুড়ে
এগিয়ে যায় সামনে,
ঠিক যেমনটা
ছোট বেলায় ফুটবল খেলতে গিয়ে
করতাম |
আবার
কাউকে কাউকে দেখি পিচকারির
মত থু থু ছুড়ে দিচ্ছে ডান থেকে
বামে |
কেউবা
থু থু গুলো কামানের গোলার মত
ছুড়ে দিচ্ছে সামনের দিকে |
একদিন
তো দেখলাম এক বাচ্চা ছেলে দু
পা ফাক করে দাড়িয়ে মাথা নিচু
করে হাটুর ভেতর দিয়ে উকি মারছে
আর ও ভাবেই তীরের মত থু থু
ছুড়ছে সামনের দিকে |
অল্পের
জন্য আমার লেন্সটা বেচে গেছে
আমার |
রাস্তা
নেই,
ঘাট নেই,
ঘর নেই,
দুয়ার
নেই -
সর্বত্র
থু থু ফেলার এক অন্তহীন
প্রতিযোগিতা |
আর এই
প্রতিযোগিতায় নেমেছে সবাই
-
ধর্ম-বর্ণ--শিক্ষা-পেশা
নির্বিশেষে সবাই |
এক অসামান্য
ঐক্যতানে থু থু ফেলার প্রতিযোগিতা
বেধে রেখেছে সবাইকে |
তরা,
১৮ ডিসেম্বর
২০১৬
Comments
Post a Comment