রিম ঝিম ঝিম ঝিম ঝিম

দেশে আসলে প্রথমেই যে সমস্যাটা হয়, সেটা খাবার নিয়ে | দোষটা যতটা না খাবারের তার চেয়েও বেশী নিজের পেটের | একটু এদিক ওদিক হলেই বাপরে বাপ | তাই প্রতি বারই দেশে আসার আগে একটা বিশাল চার্ট করি (মনে মনে) কি কি খেতে হবে, আর এসেই এক এক করে সেই চার্টটা কাটতে শুরু করি | ফলে শেষমেষ কোনো কিছু না খেয়েই ফিরি নিজের আস্তানায় | এবারও তার ব্যতিক্রম ছিল না, যদিও আহসানের ডাকে পুরানো ঢাকার কাবাব খেয়েছি রাত দুপুরে | তবে তার পর থেকে মুখে কুলুপ এটেই ছিলাম | কিন্তু সমস্যাটা ঘটল ৮ তারিখে রেজার সাথে বাইরে খাবার খেয়ে | সেদিন থেকেই একটু অস্বস্তি লাগছিল | ১০ তারিখে বিকেলে গেলাম কালিগন্গায় নৌকা বাইতে আর নৌকা বাওয়া শেষে রাস্তায় পিয়াজি দেখে আর লোভ সামলাতে পারলাম না | পরিচিত দোকানদার | ছোট বেলায় হাজার বার খেয়েছি ওদের পিয়াজি-টানা-গজা আরো কত কি ! তাই কিছু পিয়াজি নিয়ে গেলাম বাড়িতে | মুড়ি দিয়ে বেশ মজা করেই খেলাম বিশুর দোকানের পিয়াজি | পিয়াজি তো নয়, একেবারে জেনারেল নিয়াজি | এর পর থেকে রাত প্রায় চারটে পর্যন্ত সেকি তান্ডব - যেন আগ্নেয়গিরির লাভা ফুসছে পেটের ভেতর | কয়েক ঘন্টার গর্জনের পর শেষ পর্যন্ত শুরু হলো বর্ষণ - অবিরাম বর্ষণ - ঠিক যেন বর্ষাকালে আকাশ ভেঙ্গে নামছে বৃষ্টি |

আবার এসেছে আষাঢ আকাশ বেয়ে ….......

শুধুমাত্র এন্টিবায়োটিকের মোক্ষম আঘাতে কুপোকাত করা গেল এই তান্ডব নৃত্য | তাই প্রতিজ্ঞা করলাম, আর কোনো লোভ-লালসা নয়, শুধু সংযম আর সংযম |

দিন তিনেক আগে ঢাকা যাচ্ছি, পাশের সিটে বসা লোকটা কি ঢেকুর তুলেই না ঝাল-মুড়ি খাচ্ছে | অল্পের জন্য লোল পরে জামাটা ভিজাইনি | দেখছি আর মনে মনে গাইছি মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে - তবে অন্য কথা সাজিয়ে

লোভের পরে লোভ জমেছে মুখেতে লোল আসে
আমি একা বসে আছি জানালার পাশে
খাচ্ছে সবাই ঝাল মুড়ি, খিরাই-শশা ভাজিপুরী
পেটটা আমার করছে চো চো একটু মুড়ির আশে

ছোট বেলায় বলতাম কারো খাবারের দিকে লোলুপ দৃষ্টিতে তাকালে তার নাকি পেট খারাপ হয় | কথাটা সত্য হলে আমার পাশের লোকটার তো ভালো থাকার কথা নয় |

গত কাল গেলাম মানিকগঞ্জের বিজয় মেলায় | ওখানেও শুধু খাবার আর খাবার | পান চুন থেকে শুরু করে পোলাও বিরিয়ানী পর্যন্ত | ইয়া বড় বড় গলদা চিংড়ি গুলো ব্যসনের কোট পরে গরম তেল থেকে বলছে - আমাকে নাও আমাকে নাও | পাশের করাই থেকে ডাকছে পিয়াজি বা সমচা অথবা
সিঙ্গারা | মনে পরছে নরকের ছবি, যেখানে পাপীদের ভাজা হছে গরম তেলে আর ওরা মিনতি করছে ওদের ওখান থেকে মুক্তি দিতে | স্টেজে চলছে বিজয় দিবসের গান | চারি দিকে স্টল আর স্টল - বইয়ের, জামাকাপড়ের, বাসন কোসনের - কিন্তু সব কিছুকে ছাপিয়ে মেলা প্রাঙ্গন ভরে গেছে বিভিন্ন খাবারের গন্ধে | এবার আমি নন্দলালের মতই প্রতিজ্ঞায় অটল - খাব না কিছুই - খেলেও শুধু অর্ধপেট খাব - গন্ধ শুকে শুকে |

বাড়ি আসতে বেশ রাত | দিদি খেতে দিল | বললাম, খাবার অর্ধেকটা কমা | আমার পেট অর্ধেক ভরে গেছে | খাচ্ছি আর মনে মনে গাইছি

রিম ঝিম ঝিম ঝিম ঝিম
ঘন দেয়া বরষে
কার যেন পেটে
রিম ঝিম ঝিম ঝিম ঝিম



তরা, ১৯ ডিসেম্বর ২০১৬  

    

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

ছোট্ট সমস্যা

প্রায়োরিটি