সেভার অ্যামেরিকান ড্রিম
গত শনিবার মানে ২২ জুলাই ২০১৭ গেলাম বলশয় ভোল্গার খোলা বাজারে । ওখানে এখন যাই কালেভদ্রে, মূলত বাবুশকা মানে স্থানীয় বুড়ীদের কাছ থেকে তাদের নিজেদের বাগানের শশা, টমেটো আর বিভিন্ন বেরি কেনার জন্য । এছাড়া আরও কয়েক জায়গায় ওনারা বসেন – ভোল্গার অন্য পাড়ে বিশাল এক বাজারে আর আমাদের বাড়ির কাছেই পেরেক্রেস্তক আর রাশিয়ানিন দোকান দুটোর সামনে । তবে নদীর অন্য দিকে যাওয়া সময় সাপেক্ষ আর অন্য দুই জায়গায় দাম বেশি । তাই আমি সাধারণত এসব কিনতে বলশয় ভোল্গার খোলা বাজারেই যাই । ১৯৯৬ সালে গুলিয়া যখন আন্তন আর মনিকাকে নিয়ে দুবনা আসে এখানে থাকবে বলে – তখন থেকেই ওখানে যাওয়া শুরু । ঐ সময় ক্যাপিটালিজম মস্কো বা অন্য কিছু বড় শহরের বাইরে তেমন যায়নি । তাই ১৯৯৪ সালে মস্কো ছেড়ে যখন দুবনা আসি কাজ করতে, মনে হয়েছিলো যেন আবার সোভিয়েত ইউনিয়নে ফিরে এলাম । রাস্তাঘাট তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন কথায়বার্তায় সেই সময়ের মতই বিনয়ী আর পন্যের অভাবে অপুষ্টিতে ভোগা বিশাল বিশাল দোকান সব । তাই ঐ বাজারই ছিলো অন্ধের যষ্ঠী । তাছাড়া সময় ছিলো উত্তাল । মুদ্রাস্ফীতির ধাক্কায় দিনকে দিন চুপসে যাচ্ছিলো আমাদের মত সাধারণ মানুষ । বাজারে ...