ভাব সম্প্রসারণ
কয়েকদিন আগে ঈদ চলে গেল । ফেসবুকে বয়ে গেল শুভেচ্ছার বন্যা । ঈদ, পূজা, বাংলা ও ইংরেজি নববর্ষ, ভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস (৯ মে ও ১৬ ডিসেম্বর) এ দিনগুলোতে আমরা একে অন্যেকে শুভেচ্ছা জানাই । এখন অবশ্য সামাজিক মাধ্যমের কারণে যোগাযোগ রেগুলার হয় । চিঠির যুগে এসব দিন ছিল বন্ধুদের সাথে যোগাযোগ করার এক বাড়তি অ ছিলা । অন্তত আমার জন্য এসব ছিল পরিচিত মানুষদের সাথে দেখা করার বা তাদের খোঁজ খবর জানার এক উত্তম সুযোগ । এ কারণেই মস্কোয় কোন অনুষ্ঠান হলে যাওয়ার চেষ্টা করি । অন্যদের কথা বলতে পারব না, তবে পূজা বা ইদের শুভেচ্ছার সাথে সাথে আমার কাছে বরাবরই চলে আসে ছোটবেলার সেই দিনগুলো । তখন গ্রামে এগুলোই ছিল একমাত্র অনুষ্ঠান যখন মানুষ দল বেঁধে একে অন্যেকে স্বাগত জানাত, প র ত নতুন জামাকাপড় । অনেকের জন্যে পূজা বা ঈদের জামাকাপড়ই ছিল বছরের একমাত্র পোশাক । তার চেয়েও বড় কথা শুধুমাত্র এই সময়েই সবাইকে দেখিয়ে জামাকাপড় প র ত সবাই । অনুষ্ঠানের অনেক আগে থেকেই দর্জির দোকানে দেওয়া জামাকাপড়ের গল্প চলত পাড়ায় পাড়ায় । এখন হয়তো সেরকম নেই, তবে ধর্মীয় আবেদনের বাইরেও একটা সামাজিক আবেদন রয়ে গেছে বলেই আমার বি...