Posts

Showing posts from October, 2018

নির্বাচনী ফুটবল

Image
যদিও এখনও পর্যন্ত তফশীল ঘোষণা করা হয়নি, তবুও বাংলাদেশের পথে প্রান্তরে, সামাজিক মাধ্যমে আসন্ন নির্বাচনের উত্তাল বাতাস বইতে শুরু করেছে বেশ আগে থেকেই। গড়ে উঠছে বিভিন্ন রাজনৈতিক জোট। ভাঙ্গা গড়ার এ খেলায় মেতে উঠেছে জাতি। এই সুযোগে বিস্মৃতির আড়াল থেকে সূর্যের আলোয় বেরিয়ে আসার চেষ্টা করছে অনেক রাজনৈতিক দল ও ব্যক্তি। এর মধ্যে সিপিবি আসন্ন জতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছে । তাতে চুরাশিটি নাম আছে । শুধু তাই নয়, এই চুরাশি জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি । যেহেতু সিপিবি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, তাই এতে অবাক হবার কিছুই নেই । কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে এটা নিঃসন্দেহে বলিষ্ঠ পদক্ষেপ । সিপিবি এর মাধ্যমে প্রমাণ করেছে তারা শুধু কথাতেই নয় কাজেও তাদের ধর্মনিরপেক্ষ অবস্থান বজায় রাখে । সিপিবির এই তালিকা প্রকাশে দুটো কারণে আমি আশাবাদী । প্রথমত সিপিবি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে । বর্তমান বিশ্ব বাস্তবতায় বিপ্লবের সম্ভাবনা যেখানে অস্তমিত, সেখানে নির্বাচন রাজনৈতিক কর্মকাণ্ডের এক অন্যতম প্রধান অস...

তারাদের গল্প

Image
- পাপ! - হু! - দিনের কোন সময় সবচেয়ে ভালো দেখা যায়? - সেটা নির্ভর করে কে দেখছে তার উপর। যদি লোকটা অন্ধ হয় তবে কী দিন, কী রাত, কখনই দেখতে পায় না। আসলে দেখা শুধু আমরা চোখে যা দেখি তাই নয়, আমরা যা উপলব্ধি করি সেটাও। মরীচিকা বলে একটা ব্যাপার আছে যখন মানুষ মরুভুমির বালিকে জল বলে ভুল করে। একই ঘটনা ঘটে যখন মানুষ তাদের বিচারে অন্ধ হয় - সেটা হতে পারে ধর্মান্ধ, দলান্ধ, এমনকি বিভিন্ন ক্লাবের ফ্যানরাও এরকম অন্ধ হয়। তাই ব্যাপারটা দিনের কোন সময়ে নয়, মানুষ কতটা চোখ কান খোলা রেখে দেখছে আর তার চেয়েও বড় কথা কতটা খোলা মনে দেখছে তার উপর সব নির্ভর করে। - কিন্তু তুমি অন্য কথা বলছ। আমি শুধুই দেখার কথা বলছি। - তোর কি মনে হয়? - আমার তো মনে হয় যখন আলো বেশি থাকে। - কিন্তু আলো যদি চোখ ধাঁধানো হয় মানে খুব বেশি হয় তখনও কিন্তু আমরা দেখতে পাই না। যেমন সূর্যের দিকে তাকাতেই পারি না। - কিন্তু দিনের বেলায় আমরা রাতের চেয়ে বেশি যে দেখি সেটা তো ঠিক। - হ্যাঁ, তা তো বটেই। তবে সেটা যদি একটু অন্য ভাবে দেখি? - যেমন? - তুই দিনের বেলায় তারা দেখতে পাস? - না। ওরা তো সূর্যের আলোয় হ...

মানব বন্ধন

Image
আমার বন্ধুদের মধ্যে অনেকেই বিভিন্ন সামাজিক কাজকর্মে জড়িত । কেউ রাজনীতিতে, কেউ বা সাংস্কৃতিক কার্যকলাপে । বিভিন্ন ইস্যুতে তারা আন্দোলন করে, মিটিং মিছিল করে । আমাকেও ডাকে কখনও কখনও, যদিও জানে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারব না । তবে এই সুযোগে মত বিনিময় হয়, তর্ক বিতর্ক হয় ।   - দাদা! - বল । - চলেন মানব বন্ধন করি । - মানব বন্ধন? কিন্তু তার আগে দুটো কথা আছে যে । - বলেন? - প্রথমত মানব বন্ধন করবে, তা মানব পাবে কোথায়?   - দ্বিতীয়ত? - পাঠানরা পারেনি, মুগলরা পারেনি, সিরাজ, ইংরেজ, পাকিস্তান পারেনি । এমন কি শেখ মুজিব পর্যন্ত পারেননি বাঙ্গালীকে বাঁধতে । তুমি আমি কোন ছার? যাকগে বল, এই যে মানব বন্ধন করতে চাও তার লক্ষ্যটা কি? - আমরা এটা করব নিরাপদ সড়কের জন্য । - লজিক খুঁজে পাচ্ছি না । - মানে? - সড়কের কি হাত-পা আছে, নাকি শিং আছে? কখনও দেখেছ কোন সড়ককে কাউকে কামড়াতে? দোষ তো মানুষের । ওরাই তো মানুষ মারে । কেউ বেপারয়া গাড়ি চালায়, কেউবা চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড় দেয় । - কিন্তু কিছু একটা তো করতে হবে । - সে তো বটেই । একটা গল্প বলি শোন । - বলেন । - ১৯৮৩ সালে কেবল দেশ থ...