নির্বাচনী ফুটবল
যদিও এখনও পর্যন্ত তফশীল ঘোষণা করা হয়নি, তবুও বাংলাদেশের পথে প্রান্তরে, সামাজিক মাধ্যমে আসন্ন নির্বাচনের উত্তাল বাতাস বইতে শুরু করেছে বেশ আগে থেকেই। গড়ে উঠছে বিভিন্ন রাজনৈতিক জোট। ভাঙ্গা গড়ার এ খেলায় মেতে উঠেছে জাতি। এই সুযোগে বিস্মৃতির আড়াল থেকে সূর্যের আলোয় বেরিয়ে আসার চেষ্টা করছে অনেক রাজনৈতিক দল ও ব্যক্তি। এর মধ্যে সিপিবি আসন্ন জতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছে । তাতে চুরাশিটি নাম আছে । শুধু তাই নয়, এই চুরাশি জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি । যেহেতু সিপিবি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, তাই এতে অবাক হবার কিছুই নেই । কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে এটা নিঃসন্দেহে বলিষ্ঠ পদক্ষেপ । সিপিবি এর মাধ্যমে প্রমাণ করেছে তারা শুধু কথাতেই নয় কাজেও তাদের ধর্মনিরপেক্ষ অবস্থান বজায় রাখে । সিপিবির এই তালিকা প্রকাশে দুটো কারণে আমি আশাবাদী । প্রথমত সিপিবি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে । বর্তমান বিশ্ব বাস্তবতায় বিপ্লবের সম্ভাবনা যেখানে অস্তমিত, সেখানে নির্বাচন রাজনৈতিক কর্মকাণ্ডের এক অন্যতম প্রধান অস...