প্রশ্ন

দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্ক দেখে এক বন্ধু নিজেকে প্রশ্ন করল "কি করব"?

দুই প্রেসিডেন্টের বিতর্ক দেখলাম।
দুই বৃদ্ধের বিতর্ক দেখলাম।
দুই ভণ্ডের বিতর্ক দেখলাম।
একজন অপরাধী এবং যুদ্ধাপরাধের সাথে জড়িত আরেকজনের বিতর্ক দেখলাম।
একজন মিথ্যাবাদীকে একজন দাঁড়িয়ে থাকা মৃত ব্যক্তিকে নক আউট করতে দেখলাম।
একজন আমেরিকার জন্য ক্ষতিকর, আরেকজন বিশ্ব শান্তির জন্য ক্ষতিকর।
একজন ৪-৮-১২ বছরের জন্য ক্ষতিকর অন্যজন ৪০-৮০-১২০ বছরের জন্য ক্ষতিকর।
একজন আমেরিকাকে ৫০ বছর পিছিয়ে নিয়ে যাচ্ছে অন্যজন বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।

এই স্ট্যাটাস পড়ে বন্ধুকে একটা প্রশ্ন করতে ইচ্ছে হল

অর্থনৈতিক, সামরিক, তথ্যপ্রযুক্তি সব দিক থেকেই আমেরিকা বিশ্বের সেরা দেশ। এখনও সারা বিশ্বের মানুষ আমেরিকায় যায় নতুন জীবনের খোঁজে। কি এমন ঘটল যে সেই দেশের সর্বোচ্চ পদের জন্য এরকম দুই জন মানুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন? কেন ৩৩০ মিলিয়নের বেশি মানুষের মধ্য থেকে দুই জন মানুষ বের করা গেল না? অনেক আগে মানুষ ইউরোপ থেকে আমেরিকা গিয়েছিল নতুন জীবনের খোঁজে। স্থানীয় ইন্ডিয়ান আমেরিকানদের নির্মূল করে, তাদের দীর্ঘদিনের সভ্যতা ও সংস্কৃতি ধ্বংস করে নতুন ইতিহাসের সূচনা করে। আজ যারা যায় তারাও সেই একই উদ্দেশ্যে যায় - নিজের স্বপ্ন পূরণ করতে। আগে যদি তারা স্থানীয়দের সহায়, সম্পত্তি লুট করত, তাদের হত্যা করত, বর্তমান আমেরিকা সারা বিশ্বের মানুষের সহায় সম্পত্তি লুট করে, বিশ্ববাসীকে হত্যা করে। এটাই মনে হয় আমেরিকা ও আমেরিকার জনগণের অস্থি মজ্জায় ঢুকে যাওয়া নতুন সংস্কৃতি। এই সংস্কৃতি গ্রাস করে সবাইকে। আর এ কারণেই এরকম প্রার্থী। সময় এসেছে এসব প্রশ্ন করার।

নব্বইয়ের দশকে রাশিয়ায় বলত দুই খারাপের মধ্যে কম খারাপকে বেছে নিতে। দেশে বলে বিপদ ও আপদ দুটোই পরিহার করতে। আমেরিকায় ক্ষমতার দৌড়ে এখন সুপার বিপদ ও হাইপার বিপদ। তবে অন্য দেশে নির্বাচন যদি স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে আমেরিকায় যেই নির্বাচিত হোক না কেন বিশ্ব শান্তির উপর যে খাড়া ঝুলছে সেটা হারিয়ে যায় না - শুধু কোপ মারার সময়টা এগিয়ে আসে বা পিছিয়ে যায়। এই বিপদ থেকে মুক্তির উপায় আমেরিকার রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। কিন্তু করবে কে? এটা তো টাকা দিয়ে কেনা যায় না, কাঁচামাল ও জনশক্তির মত বাইরে থেকে আমদানি করা যায় না। এই পরিবর্তন আসতে পারে ভেতর থেকে। আমেরিকা কি সে জন্যে প্রস্তুত?

দুবনা, ২৯ জুন ২০২৪

Comments

Popular posts from this blog

পরিমল

নেতা

শুভ নববর্ষ ১৪৩১