বাছাই

গর্বাচেভকে একটি চুটকি আছে এদেশে। একবার তিনি তরমুজ কিনতে গেলে বিক্রেতা বলে
বেছে নিন।
যেহেতু দোকানে একটি মাত্র তরমুজ ছিল তাই গর্বাচেভ অবাক হয়ে জিজ্ঞেস করেন
সেটা কীভাবে সম্ভব?
যেভাবে আমরা এক জনের মধ্য থেকে আপনাকে বেছে নিয়েছি। - উত্তর দেয় বিক্রেতা।

এদিক থেকে আমেরিকা এগিয়ে আছে। সেখানে দুই জনের মধ্য থেকে একজনকে বেছে নিতে হয়। সেটা গণতন্ত্রের জ্বলন্ত উদাহরণ। কিন্তু সমস্যা হল এরা দুজন মুদ্রার এপিঠ ওপিঠ। তাই বেছে নেবার সুযোগ থাকলেও ফল সেই একই। অনেকটা এরকম - গর্বাচেভ যদি অর্ধেক তরমুজ কিনতেন। তিনি হয়তো যে অর্ধেক খুশি সেটাই নিতে পারতেন কিন্তু তরমুজ সেই একটাই থাকত।

দুবনা, ৩০ জুন ২০২৪

Comments

Popular posts from this blog

পরিমল

নেতা

শুভ নববর্ষ ১৪৩১