কবি

আজ ০৬ জুন আলেক্সান্দর সেরগিয়েভিচ পুশকিনের জন্মদিন - ২২৫ বছর পূর্ণ হল আজ তাঁর। ছাত্রজীবনে ভবিষ্যৎ রুশ সম্রাট প্রথম আলেক্সান্দরের বন্ধুভাজন হলেও পরবর্তীতে রাজ বংশের সাথে তাঁর সম্পর্ক নষ্ট হয়ে যায় দেকাব্রিস্তদের পক্ষাবলম্বনের কারণে। কিন্তু মানুষের কাছে, বিশেষ করে রাশিয়ায় শিক্ষিত মানুষের কাছে তিনি ছিলেন নিজেদের লোক। যদিও অর্থের বিনিময়ে লেখার জন্য সে সময় অনেকেই তাঁকে পছন্দ করত না, তবে তাঁর প্রতিভাকে কেউ অস্বীকার করত না। পুশকিনের আগেও রুশ ভাষায় অনেকেই লিখেছেন, তবে পুশকিন এখানে এক নতুন ধারার সৃষ্টি করেছেন যেখানে লেখার বিষয়বস্তুর পাশাপাশি ভাষাটাও এক সুন্দর রূপ পেয়েছে। সোভিয়েত আমলে পুশকিন ছিলেন জনপ্রিয় কবি। দস্তইয়েফস্কি সহ অনেকেই একটা সময় পর্যন্ত অনাদৃত থাকলেও পুশকিন সব সময়ই ছিলেন লাইম লাইটে। তখনও ঘটা করে তাঁর জন্মদিন পালন করা হত, এখনও হয়। সোভিয়েত আমলে যে লেনিন ছিলেন প্রায় ঈশ্বরের মত তিনিও নিজের সম্পর্কে এতটা প্রশংসাবাণী শুনেননি যতটা শুনেছেন পুশকিন। এখনও নির্দ্বিধায় এরা বলে - পুশকিন নাশে ভসিও - পুশকিন আমাদের সব। দুই শ পঁচিশ বছর আগে জন্ম, ১৭৯৯ থেকে ১৮৩৭ পর্যন্ত মাত্র ৩৮ বছরের জীবন, এরপর এফতুশেঙ্কো, পাস্তেরনাক, আখমাতভা, এসেনিন, দস্তইয়েফস্কি, তলস্তোই, চেখভ এমন অসংখ্য কবি লেখকদের দ্বারা সমৃদ্ধ হবার পরেও রুশ সাহিত্যে আজও পুশকিন এক নম্বরে - কী সাহিত্যিক সমাজে, কী সাধারণ মানুষের হৃদয়ে। অথচ তিনি এ দেশের জাতীয় সংগীতের স্রষ্টা নন, তিনি জাতীয় কবিও নন। যখন দেশে রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন কুতর্ক দেখি তখন মনে হয় ভাষার জন্য প্রাণ দিলেও আমরা আসলে ভাষার মর্যাদা দিতে শিখিনি, জানি না। কবে আমরা শিখব নিজেদের প্রতিভাবে সম্মান করবে, নিজেদের প্রতিভার মর্যাদা দিতে!

দুবনা, ০৬ জুন ২০২৪

Comments

Popular posts from this blog

পরিমল

নেতা

শুভ নববর্ষ ১৪৩১