পিঠে চোখ
সেদিন বাসে উঠেছি অফিস যাব বলে। ড্রাইভার বার বার দরোজা খুলছে আর বন্ধ করছে। মনে হয় কেউ যেন ড্রাইভারকে সিগন্যাল দিচ্ছে নামবে বলে, অথচ কেউ নামছে না। মুস্কিল। আমার সামনে গেটে এক মহিলা দাঁড়িয়ে। বললাম
আপনি মনে হয় বাটনে চাপ দিচ্ছেন। তাই উনি বারবার দরোজা খুলছেন।
না তো। আমার হাত তো বাটন থেকে দূরে।
এমন সময় অন্য এক মহিলা আমাকে বললেন
আমার বান্ধবী নয়, আপনিই বারবার চাপ দিচ্ছেন। আপনি যেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন সেখানে বাটন আছে। আপনার পিঠের চাপে ড্রাইভারের কাছে সিগন্যাল যাচ্ছে।
আমি স্যরি বলে সরে দাঁড়ালাম আর ভাবলাম দোষটা কী আমার নাকি যাত্রীদের সুবিধার্থে যত্রতত্র পুশ বাটন লাগানোর বুদ্ধি যার মাথা থেকে বেরিয়েছে তার। তবে দোষ যারই হোক এরপর কোথাও দাঁড়ানোর আগে পিঠের চোখ দুটোও খোলা রাখতে হবে।
দুবনা, ০৪ জুন ২০২৪
Comments
Post a Comment