খেলা

কল্পনা করুন শিক্ষক আর ছাত্রদের মধ্যে ফুটবল খেলা চলছে। খেলার এক পর্যায়ে শিক্ষকের পায়ে ছাত্রের পা লেগে গেছে। কী করনীয়? শিক্ষকের কাছে মাফ চেয়ে প্রনাম করা নাকি খেলার সময় খেলার নিয়ম মেনেই খেলা? নির্বাচনও একটি খেলা যা কয়েক দিন পরে শেষ হবে। কিন্তু মাঠে নেমে নির্বাচন কমিশন ঘোষিত নিয়ম মেনে জয়ের জন্য চেষ্টা করতে হবে। যেহেতু প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন নিজের ভক্তদের গুণগানের পাশাপাশি প্রতিপক্ষের মুখে নিজের কাল্পনিক ও বাস্তব সব দুর্বলতার ফিরিস্তি শুনতে হবে। আজকের এই জয়গান আর মুন্ডুপাত সবই সাময়িক ও ইস্যু ভিত্তিক। নির্বাচন শেষে সব আগের মতই চলবে। অন্তত আমার দিক থেকে। সাবের বাইরেও একটি বিশাল জীবন আছে সেটা ভুলে গেলে চলবে না। সবাই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। আর যারা আমাকে পছন্দ করেন তারা আমার পছন্দের প্রার্থীদের ভোট দিন। জীবন মানেই খেলা। জয়ের পাশাপাশি পরাজয়কেও বরণ করতে শিখুন। দেখবেন জীবনটা কেমন সহজ হয়ে গেছে।

দুবনা, ২৫ জুন ২০২৪

Comments

Popular posts from this blog

পরিমল

নেতা

শুভ নববর্ষ ১৪৩১