উপদেশ

অতিকায় এক ভিআইপি এসেছেন ওজন কমানোর পরামর্শ নিতে। চারিদিকে শহরের গন্যমান্য বিশেষজ্ঞরা বসে আছেন। একে একে তাঁরা তাঁকে পরামর্শ দিচ্ছেন

ডাক্তারঃ আপনাকে এই এই জিনিসগুলো চেক আপ করাতে হবে। তবে আপাতত এই ওষুধগুলো খান। চেক আপের পর সব দেখে নতুন ওষুধ দেব। তবে আগেই বলছি এটা খুব লেন্দি প্রসেস।

ফিটনেস কোচঃ আপনি রেগুলার আমাদের ফিটনেস সেন্টারে আসুন। আমি নিজে আপনাকে দেখিয়ে দেব কী কী এক্সারসাইজ করতে হবে। কয়েক মাসেই সব ঠিক হয়ে যাবে।

ডায়েট স্পেশালিষ্টঃ আপনাকে আপাতত এই এই খাবারগুলো মেনু থেকে বাদ দিতে হবে আর এই এই খাবারগুলো খেতে হবে। এক মাস পরে যদি অবস্থার উন্নতি না হয় তাহলে অন্য ডায়েট দেব।

ভিআইপিঃ তা তো বুঝলাম। কিন্তু আমি এত সময় কোথায় পাব বলতে পারেন? শর্ট কাট কোন রাস্তা নেই?

এই বিশেষজ্ঞদের সাথে ছিলেন এক পদার্থবিদ। উনি এসেছিলেন ডাক্তার বন্ধুর সাথে দেখা করতে।

পদার্থবিদঃ এক্সকিউজ মি। আমি এসব তেমন একটা বুঝি না। তবে ওজন নিয়ে কথা, তাই বলছি। আপনি চাঁদে চলে যান। তাৎক্ষণিক ওজনও কমবে আর সেই সাথে হাতে প্রচুর সময়ও পেয়ে যাবেন। যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা।

দুবনা, ১৭ নভেম্বর ২০১৮ 

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন