Posts

Showing posts from January, 2020

ছোট মানুষের ছোট গল্প

Image
গত ২৪ জানুয়ারি বানিয়াজুরি ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের  রি-ইউনিয়ন হল। অনেক আগেই ওরা আমার একটা লেখা চেয়েছিল স্মরনিকার জন্য। জানি না ওটা বেরিয়েছে কি না বা বেরুলেও কিভাবে বেরিয়েছে। প্রথমে ওদের প্ল্যান ছিল ২০১৯ এ রি-ইউনিয়ন করা। আমার মনে হয়েছিল যেহেতু ২০২০ স্কুলের ৭৫ বছর পূর্তি হবে, তাই ডেট একটু পেছানো যায় কিনা সেটা ভেবে দেখতে, সেটা লেখাতেও উল্লেখ করেছি। যাই হোক সে লেখাটাই এখানে আজ পোস্ট করছি। নিজে উপস্থিত থাকতে পারিনি, তবে ফেসবুকে দেখে মনে হল খুব সফল হয়েছে এ অনুষ্ঠান। এ নিয়ে আলোচনা সমালোচনা থাকবেই, থাকবে কি হতে পারত, কি হল না তাঁর চুলচেরা বিশ্লেষণ। তবে এসব আয়োজন মুলত পুরনো বন্ধুদের, সহপাঠীদের সাথে কথা বলা, দেখা করার এক অনন্য সুযোগ করে দেয়। দিনের শেষে মানুষ সেটাই মনে রাখে। সুন্দর অনুষ্ঠানের জন্য সবাইকে  অভিনন্দন। দুবনা, ২৬ জানুয়ারি ২০২০ ******************************************************************************* আমার লেখাপড়া শুরু হয় তরা প্রাইমারি স্কুলে ১৯৭০ সালে । তখন স্কুল ছিল বাজারের পাশে, আর স্কুলের সাথেই ছিল গ্রামের মানুষের ঘরবাড়ি । তাই পরিবেশ ছিল ঘরোয়া ।...