ইঁদুর
অনেক আগে কোথায় যেন শুনেছিলাম "পাকিস্তানের লিডারশীপ যদি
দূরদৃষ্টি সম্পন্ন হত আর বলিউডের পলিসি অনুসরণ করত, তাহলে বাঙ্গালী হিন্দির
মত উর্দুটাও এমনিতে সিনেমা দেখেই শিখে যেত, এত রক্তক্ষয়, এ ত্যাগ
তিতিক্ষার দরকার হত না, দেশও ভাংত না।" দেশ ভাঙ্গার কথা সে কেন বলেছিল জানি
না, তবে এখন আমার স্বাধীনতা যুদ্ধের কথা মনে করে আক্ষেপ হয় এই ভেবে যে এক
নদী রক্ত পেরিয়ে বাংলাদেশ আবার পাকিস্তানের উপত্যকায় এসেই নৌকা ভেড়াচ্ছে।
যে কাজ পাকিস্তান সরকার করতে পারেনি, স্বাধীন বাংলাদেশের সব সরকার সে
কাজগুলো অবলীলায় করে যাচ্ছে। ভারত বিরোধ আজ যেকোনো সময়ের চেয়ে বেশি।
বাঙ্গালী আজ ভারতীয় আর বাংলাদেশি। সরকার কোন প্রতিবাদ ছাড়াই রবীন্দ্রনাথসহ
বিভিন্ন অমুসলিম লেখকদের পাঠ্য বই নিষিদ্ধ করতে পারছে। এভাবে চলতে থাকলে
সেদিন খুব দূরে নেই যখন নজরুল ইসলামসহ অনেকেই যারা অসাম্প্রদায়িক ছিলেন,
তাদেরও পাঠ্য বই থেকে বিদায় নিতে হবে। কে যেন বলেছিল আওয়ামী লীগে কাউয়া
ঢুকেছে। আমার মনে হয় দল মত নির্বিশেষে দেশের রাজনৈতিক মানসে ইঁদুর ঢুকেছে।
এই ইঁদুরগুলো খুব সুক্ষভাবে যে সমস্ত আদর্শকে কেন্দ্র করে বাংলাদেশ সৃষ্টি
হয়েছিল, বাংলাদেশী মানস থেকে সেই আদর্শগুলোর মূল কেটে দিচ্ছে। তাই কী ভাষা
কী চেতনা কী শিক্ষা সংস্কৃতি সব জায়গাতেই দেশ এসব আদর্শের বৈরি শক্তির সাথে
আপোষ করে বগল বাজাতে বাজাতে উন্নতির কাফেলা নিয়ে মরু উদ্যানের খোঁজে পথ
চলছে।
দুবনা, ২৫ জানুয়ারি ২০২০
দুবনা, ২৫ জানুয়ারি ২০২০
Comments
Post a Comment