জীবন

ফটো ক্লাব ফোকাসে আমরা প্রতি বৃহস্পতিবার ছবি দেখি, তা নিয়ে আলোচনা করি। ভাল ছবির প্রশংসা করি, কোন ছবি কিভাবে আরও ভাল করা যেত তা নিয়ে কথা বলি। যদি কোন ছবি ভাল করার স্কোপ না থাকে মানে ট্রাশে ফেলে দিতে হয় সেটাও বলি। আবার যদি কোন ছবি তেমন ভাল না তবে ওই ফটোগ্রাফারের জন্য এক ধরণের অর্জন সেটাও বলি। একজন শিশু যখন প্রথম হাঁটতে শুরু করে সেটা যেমন তার জন্য একটা অর্জন, তেমনি প্রতিটি মানুষের কিছু কিছু ব্যক্তিগত অর্জন বা অ্যাচিভমেন্ট থাকে। সবচেয়ে সফল মানুষের জীবনেও যেমন লো থাকে ঠিক তেমনি একজন ব্যর্থ মানুষের জীবনের হাই থাকে। তাই প্রতিটি মানুষের জীবনে সেলিব্রেট করার কিছু না কিছু থাকে সমসময়। যে মানুষ জীবনে বিশ্বাস করে, যে মানুষ শত অন্ধকারের মধ্যেও কোথাও না কোথাও আলো আছে সেটা বিশ্বাস করে, সে হাল ছেড়ে দেয় না, শেষ পর্যন্ত লড়াই করে। এই লড়াকু মনোভাবের জন্যই সে অন্যের কাছে হিরো হয়। লড়াই কী? লড়াই হল প্রচেষ্টা, সফল হবার অদম্য ইচ্ছা। লড়াই হল মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশন। আর সমস্ত সৃষ্টির মূলেই এই ইন্টারঅ্যাকশন। জীবনকে ভালবাসুন, জীবনের জয়গান গান, মরণের নয়। যারা জীবন থেকে পালিয়ে মৃত্যুকে অবিস্মরণীয় করে রাখতে চায় তাদের তো নয়ই।

দুবনা, ০৩ ফেব্রুয়ারি ২০২২ 
 
 

 

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন