আবিদ খাঁন
এখন কাজানে আছি গ্র্যাভিটেশন, কসমোলজি ও আস্ট্রোফিজিক্সের এক কনফারেন্সে। হঠাৎ দেখলাম আবিদ খাঁন মেসেজ পাঠিয়েছে। ভীষণ অবাক হলাম। মস্কোয় দীর্ঘদিন প্রেমে বিরহে কাটালেও আমাদের সম্পর্ক ঠিক যখন তখন হাই হ্যালো করার মত নয়। মেসেঞ্জারে ঢুকে দেখি আমাদের শেষ মত বিনিময় হয়েছে ২০১৩ সালে যখন ও প্রধানমন্ত্রীর সাথে মস্কো সফর করে। তাই একটু অবাক হলাম। আরোও অবাক হলাম মেসেজের ঢঙে কোথায় এখন? বলতে পারতাম কনফারেন্সে। কিন্তু তাহলে আমি বিজন হব কেন? সত্য বলতে হবে কিন্তু রহস্য মিশিয়ে। তাই লিখলাম - সন্দেহভাজনদের সমাবেশে। বিজ্ঞানী মাত্রেই সন্দেহভাজন। কনফারেন্স তো সমাবেশই। - একটা কথা বলার ছিল তোমাকে। - বলুন। একটু অবাক হয়েই লিখলাম। কারণ ঐ একটাই। আমরা সরাসরি বলাটাই পছন্দ করি। - কিছু টাকা পাঠাতে পারবে বিকাশে? এবার আমার অবাক হবার পালা। আবিদ জানে আমি রাশিয়ায়। তাহলে বিকাশে কেন? তাছাড়া আমার বন্ধুরা আমার পকেট যে গড়ের মাঠ সেটা ভালো করেই জানে। ওরা ফোন করে জানার জন্য আমার টাকা লাগবে কি না বা আমি দেশে আসব কি না? এলে টিকেট পাঠাতে হবে কি না? আবিদ অবশ্য বন্ধু নয়। তারপরেও। তাই আগ্রহ আরও বেড়ে গেল। বললাম -...