ভাবনার বিষয়
আমি সাধারণত ছাত্রদের নাম মনে রাখতে পারি না বা রাখি না। এটা করি যাতে পরীক্ষার সময় নিজের দিক থেকে পক্ষপাতিত্ব না ঘটে। তবে গতকালের এক ঘটনা আমাকে ভাবালো।
কয়েক বছর হয় রুয়ান্ডা থেকে বেশ কিছু ছেলেমেয়ে পড়তে আসছে আমাদের ইউনিভার্সিটিতে। ওরা আমাদের ডিপার্টমেন্টের ছাত্র। জনা বারো। আমাদের তো সেই ছাত্রজীবন থেকেই এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার ছেলেমেয়েদের সাথে ওঠা বসা। তাই গতকাল একটু অবাক হলাম আমার অজ্ঞতায়। একটি ছেলে যখন পরীক্ষা দিতে এলো আমি অবাক হয়ে ভাবলাম - আরে এত কিছুক্ষণ আগে পরীখা দিয়ে গেল, আবার আসছে কেন? কিন্তু নাম জিজ্ঞেস করায় অন্য নাম বলল। পরীক্ষা নিলাম। কিছুক্ষণ পরে আরও একজন এলো পরীক্ষা দিতে। আমি আবারও ভাবলাম - ও তো কিছুক্ষণ আগেই পরীক্ষা দিয়ে গেল। দেখা গেল সেও অন্য নামের অন্য এক ছেলে। এক সময় ভাবতাম চীনা ছাড়া আর সবাইকে চিনতে পারব, এখন দেখি সে গুঁড়ে বালি। পরে খেয়াল করলাম আমি ওদের উচ্চতা আর কোঁকড়ানো চুলের জন্য গুলিয়ে ফেলেছি। অথচ আমি কী ক্লিন শেভ, কী দাড়ি রেখে, কী গোঁফ রেখে, কী টুপি পরে, কী টুপি ছাড়া যেভাবেই যাই না কেন - কখনই আমাদের ইনস্টিটিউটের ক্যামেরাকে ফাঁকি দিতে পারি না। দুবনা, ০৭ নভেম্বর ২০২৪
কয়েক বছর হয় রুয়ান্ডা থেকে বেশ কিছু ছেলেমেয়ে পড়তে আসছে আমাদের ইউনিভার্সিটিতে। ওরা আমাদের ডিপার্টমেন্টের ছাত্র। জনা বারো। আমাদের তো সেই ছাত্রজীবন থেকেই এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার ছেলেমেয়েদের সাথে ওঠা বসা। তাই গতকাল একটু অবাক হলাম আমার অজ্ঞতায়। একটি ছেলে যখন পরীক্ষা দিতে এলো আমি অবাক হয়ে ভাবলাম - আরে এত কিছুক্ষণ আগে পরীখা দিয়ে গেল, আবার আসছে কেন? কিন্তু নাম জিজ্ঞেস করায় অন্য নাম বলল। পরীক্ষা নিলাম। কিছুক্ষণ পরে আরও একজন এলো পরীক্ষা দিতে। আমি আবারও ভাবলাম - ও তো কিছুক্ষণ আগেই পরীক্ষা দিয়ে গেল। দেখা গেল সেও অন্য নামের অন্য এক ছেলে। এক সময় ভাবতাম চীনা ছাড়া আর সবাইকে চিনতে পারব, এখন দেখি সে গুঁড়ে বালি। পরে খেয়াল করলাম আমি ওদের উচ্চতা আর কোঁকড়ানো চুলের জন্য গুলিয়ে ফেলেছি। অথচ আমি কী ক্লিন শেভ, কী দাড়ি রেখে, কী গোঁফ রেখে, কী টুপি পরে, কী টুপি ছাড়া যেভাবেই যাই না কেন - কখনই আমাদের ইনস্টিটিউটের ক্যামেরাকে ফাঁকি দিতে পারি না। দুবনা, ০৭ নভেম্বর ২০২৪
Comments
Post a Comment